নিজস্ব প্রতিবেদক: সবজি বিক্রেতার ঝাঁঝালো ডাকে ভোরবেলা বাজারের ঘুম ভাঙলেও, দামের ঝাঁজে চোখ ছানাবড়া হয়ে যাচ্ছে ক্রেতাদের। আগুনে ঝলসে যাচ্ছে পেঁপে, মরিচ আর করল্লার মতো সাধের সবজিগুলো। মাংসের দিকে চোখ ফেরালেও দেখা মিলছে না স্বস্তির। যেন পুরো বাজারটাই দাঁড়িয়ে আছে একটা জ্বলন্ত চুলার ওপরে!
শনিবার সকালে রাজধানীর রামপুরা কাঁচাবাজারে গিয়ে দেখা যায়, বাজারের প্রতিটি কোনায় যেন হাহাকার। দাম নিয়ে বিক্রেতা-ক্রেতার কথোপকথন নয়, যেন ছোটখাটো মনস্তাত্ত্বিক যুদ্ধ!
প্রতি কেজি কাঁচা মরিচ ১৬০ টাকা, গাজরও সেই একই দামে। বরবটি, ঢেঁড়স, শসা, ধুন্দুল—সবই ৮০ টাকা করে। করল্লা ১০০, কাঁকরোল ৯০, আর বেগুন ৮০ থেকে ১০০ টাকা পর্যন্ত। শুধু পটল একটু রহমত দেখিয়েছে—কেজি ৫০ টাকায় পাওয়া যাচ্ছে।
মাংসের দামেও যেন আগুনের আঁচ!
ব্রয়লার মুরগি যেখানে কিছুদিন আগেও পাওয়া যেত ১৪০ টাকায়, এখন তা ১৮০ টাকা। সোনালি মুরগি ৩৩০ টাকায়, আর লেয়ার মুরগি ৩৫০ টাকায় বিক্রি হচ্ছে। গরুর মাংস ৭৮০ টাকা, আর খাসির মাংস কিনতে হলে পকেট থেকে বেরিয়ে যাবে ১১০০ থেকে ১২০০ টাকা!
"শুধু বাজারে ঢুকলেই বুক ধড়ফড় করে"
বাজার করতে আসা আমিনুল হোসেন ক্ষোভ মিশ্রিত কণ্ঠে বলেন,
“একটা পেঁপে কিনতে গেলেও এখন ভাবতে হয়—বাসায় ফিরতে পারবো তো? সবকিছুর দাম শুধু বাড়ে, আর কমে না।”
বদরুল ইসলাম নামে এক চাকরিজীবী হতাশ স্বরে বলেন,
“সকালবেলায় বেতন পেলাম, দুপুরবেলায় বাজারে এলাম, সন্ধ্যায় দেখি খালি পকেট। এই তো আমাদের জীবন।”
বৃষ্টিতে ভিজছে ক্ষেতে, পুড়ছে বাজারে!
এই বাড়তি দামের পেছনে কারণ হিসেবে বিক্রেতা আল আমিন বলেন,
“এই মৌসুমে বৃষ্টি বেশি, তাই গ্রাম থেকে ঠিকমতো মাল আসতেছে না। পাইকারিতে দাম বেশি, আমরা তো আর লোকসান দিয়ে বেচতে পারি না!”
সবশেষে প্রশ্ন: কার দায়, কে নেবে দায়িত্ব?
নগরজীবনের ঘড়ির কাঁটায় ছুটে চলা মানুষের জন্য বাজার যেন আর প্রতিদিনের রুটিন নয়, বরং এক রকম যুদ্ধ। এই যুদ্ধে হেরে যাচ্ছে পকেট, ক্লান্ত হয়ে পড়ছে মন।
সরবরাহ সংকট, মৌসুমী বৃষ্টির প্রভাব, পরিবহন খরচ—সব মিলিয়ে বাজার যেন ক্রমেই নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে।
এখন দরকার দ্রুত সরকারি নজরদারি, সুষ্ঠু বাজারব্যবস্থা এবং সবচেয়ে বেশি দরকার—সাধারণ মানুষের মুখে এক চিলতে হাসি ফিরিয়ে আনার আন্তরিক উদ্যোগ।
এম,আর,এ/
নিউজটি আপডেট করেছেন : Jatiyo Potrika
বাজারে আগুন! সবজি-মাংসে চড়ছে দাম, নিঃশ্বাস ফেলতেও কষ্ট ভোক্তাদের
- আপলোড সময় : ০৫-০৭-২০২৫ ১২:০৮:০৪ অপরাহ্ন
- আপডেট সময় : ০৫-০৭-২০২৫ ১২:১০:৪৩ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ