নিজস্ব প্রতিবেদক: ঢাকা, ৬ জুলাই — বাংলাদেশ, যেখানে একসময় জঙ্গিবাদের ছায়া লেগেছিল, আজ সেই ছায়া সম্পূর্ণ উধাও। দেশটিতে আর কোনো জঙ্গিবাদের অস্তিত্ব নেই—এমন বিশ্বাস ব্যক্ত করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব) জাহাঙ্গীর আলম চৌধুরী। রোববার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রপ্তানি কার্গো এলাকা পরিদর্শনের পর তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে এ বিষয়টি নিশ্চিত করেন।
সম্প্রতি মালয়েশিয়ায় কয়েকজন বাংলাদেশি নাগরিককে ‘জঙ্গি’ হিসেবে চিহ্নিত করার বিষয়টি নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, “যারা তিনজনকে ফেরত পাঠানো হয়েছে, তাদের মধ্যে কেউই জঙ্গি নয়। তাদের ভিসার মেয়াদ শেষ হওয়ায় ফেরত পাঠানো হয়েছে। বিষয়টি পররাষ্ট্র মন্ত্রণালয়ও স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে।”
তিনি আরো জানান, মালয়েশিয়ার পুলিশ প্রধান যাদের নাম উল্লেখ করেছেন, তারা কেউই বাংলাদেশে আসেনি এবং তাদের বিষয়ে সরকারি পর্যায়ে যোগাযোগের চেষ্টা চলছে। “আমরা যাচাই-বাছাই করবো, তবে তাদের বাংলাদেশে কোনো সম্পৃক্ততা নেই,” বলে স্বস্তির বার্তা দিলেন তিনি।
জঙ্গিবাদের বিরুদ্ধে দেশের গত দশ বছরের যুদ্ধের ফল এখন স্পষ্ট—দেশে আর এই কালো ছায়ার কোনও অস্তিত্ব নেই। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “মিডিয়ার সহযোগিতায় আমরা জঙ্গিবাদ নির্মূল করতে পেরেছি। আপনাদের মাধ্যমে আমরা তথ্য পেয়েছি, যখন ছিল, এখন আর কোনো তথ্য নেই।”
দেশের নিরাপত্তায় আশ্বস্ত হতে পারেন সবাই—কারণ এখন ‘জঙ্গি’ শব্দটি যেন বাংলাদেশের অভিধানে নেই। তবে সতর্কতা অব্যাহত রাখতে হবে, কারণ নিরাপত্তা একদিনে গড়া হয় না, সে যাত্রা অব্যাহত থাকবে।
জাকারিয়া ইসলাম/
নিউজটি আপডেট করেছেন : Jatiyo Potrika
বাংলাদেশে জঙ্গিবাদ নেই: স্বরাষ্ট্র উপদেষ্টার স্পষ্ট বক্তব্য
- আপলোড সময় : ০৬-০৭-২০২৫ ১১:১৩:১২ অপরাহ্ন
- আপডেট সময় : ০৬-০৭-২০২৫ ১১:১৩:১২ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ