নিজস্ব প্রতিবেদক: গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর আবারো সতর্ক করে বললেন, দেশের যে ভবিষ্যৎ আমরা স্বপ্ন দেখি, তা যেন তড়িঘড়ি ও সংস্কারবিহীন নির্বাচনের জালে ফাঁস না পড়ে। রোববার (৬ জুলাই) ‘জাতীয় নিরাপত্তার স্বার্থে জাতীয় ঐক্য অপরিহার্য’ শীর্ষক সংলাপে তিনি বলেন, দেশের রাজনৈতিক পরিমণ্ডলে তাড়াহুড়ো করে নির্বাচন আয়োজন করলেই পুনরায় গণঅভ্যুত্থানের অগ্নিগর্ভ ঝড় আসতে পারে।
“দেশের শান্তি-নিরাপত্তার দৃষ্টিকোণ থেকে আজকের এই বিভক্ত সময়ে জাতীয় ঐক্য অপরিহার্য,” মন্তব্য করেন নুর। পার্বত্য চট্টগ্রামের দীর্ঘস্থায়ী সংকট উদাহরণ দিয়ে তিনি বলেন, “স্বাধীনতার ৫০ বছর পেরিয়ে গেলেও সেখানে শান্তি স্থাপন সম্ভব হয়নি। আমরা বারবার সেই ঐতিহাসিক ভুলের পুনরাবৃত্তি চাই না।”
নুরের ভাষায়, “সরকার বদলালেই আমাদের পররাষ্ট্রনীতি বদলায়, প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক বদলায়। তাই আমাদের দেশের ভিতরে এমন এক ঐক্যের প্রয়োজন যা রাজনৈতিক স্বার্থ থেকে উপরে উঠে জাতীয় নিরাপত্তাকে সুদৃঢ় করবে।”
একইসঙ্গে তিনি আওয়ামী লীগের পতিত স্বৈরাচার রাজনীতিকে দেশের অস্থিরতার মূলে আখ্যা দিয়ে সতর্ক করলেন, “যারা দেশের স্বার্থে নয়, বিদেশি শক্তির সঙ্গে ষড়যন্ত্র করে দেশকে অস্থিতিশীল করতে চায়, তাদের সামনে সবাইকে স্পষ্ট হওয়া দরকার।”
নুরের এই বক্তব্য রাজনৈতিক অস্থিরতার সম্ভাবনা ও জাতির ঐক্যের গুরুত্বকে নতুন মাত্রায় তুলে ধরে। তিনি মনে করিয়ে দেন, স্বাধীনতার পর দেশের রাজনৈতিক ইতিহাসে শিক্ষা হিসেবে যে ভুলগুলো হয়েছে, সেগুলো আর পুনরাবৃত্তি করা চলবে না।
শান্তি, স্থিতিশীলতা ও নিরাপত্তার ভিত্তি গড়তে হলে এখনই দরকার রাজনৈতিক দলগুলোর ঐক্যবদ্ধ প্রচেষ্টা। নয়তো তাড়াহুড়োতে নেমে দেশ হারাবে তার দীর্ঘমেয়াদি স্বপ্নের শান্তির মূল্য।
জাকারিয়া ইসলাম/
নিউজটি আপডেট করেছেন : Jatiyo Potrika
নুরের সতর্কবার্তা: সংস্কারবিহীন তড়িঘড়ি নির্বাচনে গণঅভ্যুত্থান আসতে পারে
- আপলোড সময় : ০৬-০৭-২০২৫ ১১:২৭:২০ অপরাহ্ন
- আপডেট সময় : ০৬-০৭-২০২৫ ১১:২৭:২০ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ