নিজস্ব প্রতিবেদক: “ছাত্রসমাজের কণ্ঠে ছিল একটাই ধ্বনি—‘উই ওয়ান্ট জাস্টিস’। সেই ন্যায়ের দাবিই একদিন রক্তে লেখা হয়েছিল। আজও রাষ্ট্র তাদের সেই রক্তের মূল্য দিতে পারেনি। কিন্তু ইনশাআল্লাহ, সেই দিন আসবে, যেদিন রাষ্ট্র নিজেই তাদের ‘জুলাই শহীদ’ বলে স্বীকৃতি দেবে”—আশাবাদ ব্যক্ত করলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম।
রোববার (৬ জুলাই) লক্ষ্মীপুর পৌর শহরের পুরাতন ডায়াবেটিক হাসপাতালসংলগ্ন মসজিদে অনুষ্ঠিত দোয়া মাহফিলে তিনি এ মন্তব্য করেন। ‘জুলাই শহীদ ও আহতদের’ স্মরণে আয়োজিত এ আয়োজনে তিনি বলেন, “আমরা যদি জনগণের সমর্থনে রাষ্ট্রক্ষমতায় যেতে পারি, তবে জুলাই বিপ্লবের প্রতিটি যোদ্ধা, প্রতিটি শহীদকে জাতীয় মর্যাদায় সম্মানিত করব। তাদের পুনর্বাসনের দায়িত্ব রাষ্ট্রীয়ভাবেই নেওয়া হবে।”
রেজাউল করিম আরও বলেন, “ন্যায়বিচার প্রতিষ্ঠা আর ইসলামী রাষ্ট্রব্যবস্থা কেবল আল্লাহর বিধানের মাধ্যমেই সম্ভব। এই নীতিতে বিশ্বাস রেখে যে শহীদরা জীবন দিয়েছেন, তাদের আত্মত্যাগ ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। জামায়াতে ইসলামী সেই ইতিহাসকে রাষ্ট্রীয় স্বীকৃতিতে রূপ দিতে প্রতিশ্রুতিবদ্ধ।”
দোয়া মাহফিলে বিশেষ মোনাজাত পরিচালনা করেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি নাছির উদ্দিন মাহমুদ। আয়োজনে আরও উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি এআর হাফিজ উল্যা, লক্ষ্মীপুর সদর হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডা. মোরশেদ আল হিরু, পৌর জামায়াতের আমির আবুল ফারাহ নিশান ও সেক্রেটারি নুর মোহাম্মদ রাসেলসহ স্থানীয় শতাধিক ধর্মপ্রাণ মানুষ।
বক্তারা বলেন, “জুলাই শহীদরা ছিলেন অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধের প্রতীক। তাদের আত্মত্যাগের চেতনাই আগামী দিনের পথ দেখাবে।”
তারা কেন্দ্রীয়ভাবে ‘জুলাই স্মরণ দিবস’ পালনের দাবিও জানান।
এ দোয়া মাহফিল যেন ছিল এক নীরব শপথ—ন্যায়ের সংগ্রাম থেমে থাকবে না, ইতিহাস একদিন ফিরবে শহীদদের প্রাপ্য সম্মান দিয়ে।
কাজী মারুফ/
নিউজটি আপডেট করেছেন : Jatiyo Potrika
জুলাই শহীদদের জাতীয় স্বীকৃতি দেবে জামায়াত: রেজাউল করিম
- আপলোড সময় : ০৭-০৭-২০২৫ ১২:০৪:৪৭ পূর্বাহ্ন
- আপডেট সময় : ০৭-০৭-২০২৫ ১২:০৫:১১ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ