নিজস্ব প্রতিবেদক: বিশ্বের অন্যতম আলোচিত ধনকুবের ইলন মাস্ক যখন একের পর এক চ্যালেঞ্জের মুখোমুখি, ঠিক তখনই তার মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার)-এর প্রধান নির্বাহী লিন্ডা ইয়াকারিনো যেন এক আকস্মিক ঝড়ের মতো প্রতিষ্ঠানটি থেকে সরে দাঁড়ালেন।
বুধবার (৯ জুলাই) ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্স জানায়, লিন্ডা ইয়াকারিনো হঠাৎ করেই এক্স-এর প্রধান নির্বাহী পদ থেকে পদত্যাগ করেছেন। প্রতিষ্ঠানটির এমন এক অস্থির সময়—যখন মাস্ক স্বয়ং যুক্তরাষ্ট্রের রাজনীতিকদের সঙ্গে বাকযুদ্ধে জড়িয়ে পড়েছেন, টেসলার বাজার পড়তির দিকে, বিজ্ঞাপনদাতারা মুখ ফিরিয়ে নিচ্ছে—তখন এই ঘোষণায় প্রযুক্তি ও ব্যবসা-বিশ্বে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে।
এক বছরের যাত্রার ইতি—শুরু যেভাবে, শেষটা ঠিক উল্টো
২০২৩ সালে যখন ইলন মাস্ক টুইটারকে ৪৪ বিলিয়ন ডলারে কিনে নিলেন, তখনই বোঝা যাচ্ছিল—এই প্ল্যাটফর্ম বদলাবে, অনেক বদলাবে। আর সেই রূপান্তরের প্রধান কারিগর হিসেবে দায়িত্ব পান লিন্ডা ইয়াকারিনো—বিজ্ঞাপনের জগতের এক উজ্জ্বল নাম, যিনি এর আগে NBCUniversal-এ দীর্ঘদিন কাজ করে পরিচিতি অর্জন করেছিলেন।
এক্স-এর স্টিয়ারিং হুইল হাতে নেওয়ার পর ইয়াকারিনোর সামনে ছিল এক পাহাড় সমান চ্যালেঞ্জ—মাস্কের মতের সঙ্গে চলা, বিজ্ঞাপন রাজস্ব ফেরানো, ব্যবহারকারীর আস্থা ফিরিয়ে আনা এবং এক্স-কে শুধুমাত্র "মত প্রকাশের প্ল্যাটফর্ম" থেকে একটি লাভজনক ব্যবসায় রূপান্তরিত করা। কিন্তু মাস্কের একের পর এক বিতর্কিত পোস্ট, বিশেষ করে ইহুদি-বিরোধী ষড়যন্ত্র তত্ত্বে তার মন্তব্য, ইয়াকারিনোর ওপর চাপ বাড়িয়ে তোলে। একের পর এক বড় বিজ্ঞাপনদাতা সরে যায়, এবং পরিস্থিতি সামাল দিতে গিয়ে তাকে পড়তে হয় বিপাকে।
চাপে মাস্ক, পদ ছাড়লেন ইয়াকারিনো
সম্প্রতি মাস্ক ও ডোনাল্ড ট্রাম্পের মধ্যে মুখোমুখি অবস্থান, টেসলার বিক্রি হ্রাস এবং xAI-এর ক্রমবর্ধমান আধিপত্যের মধ্যেই আসে এই পদত্যাগ। চলতি বছরের মার্চে মাস্কের কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক কোম্পানি xAI, অল-স্টক ডিলে ৩৩ বিলিয়ন ডলারে এক্স অধিগ্রহণ করে। ধারণা করা হচ্ছিল, ইয়াকারিনোর ভূমিকা সেখানে আরও সীমিত হয়ে পড়বে।
তবে তার পদত্যাগ এতটা হঠাৎ ও নিঃশব্দে হবে, তা হয়তো কেউই কল্পনা করেননি। কোন আনুষ্ঠানিক বিবৃতি নেই, নেই বিদায় জানানো কোনো বার্তাও—তবে এই নীরব বিদায় অনেক উচ্চারণ রেখে গেলো।
তবে কি নেপথ্যে আরও কিছু?
অনেকেই বলছেন, এই পদত্যাগ শুধু পেশাগত নয়, বরং এর পেছনে রয়েছে দৃষ্টিভঙ্গির দ্বন্দ্ব। এক্স নিয়ে মাস্কের ভবিষ্যত পরিকল্পনা, তার নেতৃত্বের ধরণ, এবং রাজনৈতিক অবস্থানের সঙ্গে হয়তো ইয়াকারিনোর মানসিক ফারাক তৈরি হয়েছিল সময়ের সঙ্গে সঙ্গে।
তবে এক্স কিংবা ইয়াকারিনোর পক্ষ থেকে এ নিয়ে এখনো কোনো মন্তব্য আসেনি। ফলে গুঞ্জন যেমন বাড়ছে, তেমনি বাড়ছে আগ্রহ—এই শূন্যপদে কাকে বসাবেন মাস্ক, এবং প্ল্যাটফর্মটির ভবিষ্যৎ কোন দিকে যাবে?
এক বিদায়, অনেক প্রশ্ন
এক বছর আগেও যিনি এক্স-এর রূপান্তরের কেন্দ্রবিন্দু ছিলেন, সেই লিন্ডা ইয়াকারিনো আজ সেই রূপান্তর-গল্পের বাইরে। তার এই বিদায় প্রযুক্তি দুনিয়ায় আরও একবার প্রমাণ করলো—ইলন মাস্কের সঙ্গে কাজ করাটা সহজ নয়, আর এক্স-এর ভবিষ্যৎ এখনো এক রহস্যের নাম।
মো: জামাল
নিউজটি আপডেট করেছেন : Jatiyo Potrika
ইলন মাস্কের 'এক্স'-এর সিইও লিন্ডা ইয়াকারিনো হঠাৎ পদত্যাগ
- আপলোড সময় : ০৯-০৭-২০২৫ ১১:১১:২২ অপরাহ্ন
- আপডেট সময় : ০৯-০৭-২০২৫ ১১:১১:২২ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ