নিজস্ব প্রতিবেদক: সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে প্রতিদিন আমরা কত কিছুই না শেয়ার করি—কখনো নিজের ছবি, কখনো ভ্রমণের মুহূর্ত, আবার কখনো কোনো মনের কথা। কিন্তু পোস্ট দেওয়ার পরেই শুরু হয় অদৃশ্য এক প্রতিযোগিতা—কে কত লাইক পেল, কার ছবিতে বেশি কমেন্ট?
এই সংখ্যাগুলো অনেক সময় আমাদের মনোযোগ হরণ করে, আত্মবিশ্বাসে আঘাত হানে। আপনি নিজের কাজ নিয়ে সন্তুষ্ট হলেও, কম লাইক দেখে মনে হতে পারে—বোধহয় কনটেন্টটা ভালো হয়নি। অথচ বাস্তবতা একেবারেই ভিন্ন।
এই চাপে স্বস্তি দিতে এবার ইনস্টাগ্রামে এসেছে নতুন একটি ফিচার—লাইক ও শেয়ার কাউন্ট লুকানোর সুবিধা। এখন থেকে আপনি চাইলে আপনার পোস্টে অন্যরা আর দেখতে পাবে না কে কতবার লাইক দিল বা শেয়ার করল।
এই অপশনটি চালু করতে খুব জটিল কিছু করতে হবে না। মোবাইলে ইনস্টাগ্রাম অ্যাপে ঢুকুন আর কয়েকটা ধাপেই পেয়ে যান স্বস্তির নিয়ন্ত্রণ:
ইনস্টাগ্রাম অ্যাপ খুলুন।
নিচের ডানে থাকা প্রোফাইল ছবিতে ক্লিক করুন।
ওপরে ডান পাশে ‘তিন দাগ’ (≡) আইকনে চাপ দিন।
স্ক্রল করে চলে যান ‘What you see’ অপশনে।
সেখান থেকে যান ‘Like and share counts’ মেনুতে।
এবার ‘Hide like and share counts’ অপশনটি চালু করুন—ব্যস!
একবার ফিচারটি চালু করলে আপনি যেসব ছবি বা ভিডিও শেয়ার করবেন, তাতে লাইক বা শেয়ারের সংখ্যা আর অন্যরা দেখতে পাবে না। এমনকি আগে থেকে পোস্ট করা কনটেন্টের ক্ষেত্রেও চাইলে এটি আলাদাভাবে প্রয়োগ করতে পারবেন।
এই ফিচারটি শুধু সংখ্যা লুকানোর নয়, বরং নিজের অভিব্যক্তিকে নিজের মতো করে প্রকাশ করার স্বাধীনতা। আপনার ভালো লাগা, আপনার গল্প—সেগুলো অন্যের প্রতিক্রিয়ার চেয়ে অনেক বেশি মূল্যবান।
সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের জায়গাটা তৈরি করতে হলে, কখনও কখনও "কে কী দেখছে" সেটা ভুলে যাওয়া জরুরি। ইনস্টাগ্রামের নতুন এই ফিচার হয়তো সেই ভুলে যাওয়াকেই একটু সহজ করে দেবে।
কনটেন্টে থাকুক মনের ছাপ, লাইক নয়, এখন গুরুত্ব পাক আপনার ভাবনা।
মো: কামাল/
নিউজটি আপডেট করেছেন : Jatiyo Potrika
ইনস্টাগ্রামে লাইক সংখ্যা লুকানোর সহজ উপায়
- আপলোড সময় : ১০-০৭-২০২৫ ১২:৫৮:১৩ পূর্বাহ্ন
- আপডেট সময় : ১০-০৭-২০২৫ ১২:৫৮:১৩ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ