নিজস্ব প্রতিবেদক: চলচ্চিত্রে বোল্ড চরিত্রে যেমন সাহসী, বাস্তব জীবনেও তেমনই স্পষ্টবাদী শ্রুতি হাসান। দক্ষিণী ও বলিউডের জনপ্রিয় এই অভিনেত্রী জানালেন, তিনি বিয়ের মাধ্যমে সংসার গড়ার চেয়ে মা হওয়ার অনুভবকে বেশি গুরুত্ব দেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের ব্যক্তিগত জীবন ও ভবিষ্যতের পরিকল্পনা নিয়ে অকপটে কথা বলেন তিনি।
শ্রুতি বলেন, “বিয়ের ধারণাটা আমার কাছে রীতিমতো ভয়ংকর। আনুগত্য বা কমিটমেন্টে আমি বিশ্বাসী, কিন্তু কেবল একটা কাগজের মাধ্যমে সম্পর্ককে আইনি রূপ দেওয়া আমার কাছে স্বাভাবিক নয়।”
তবে বিয়ে নিয়ে অনিশ্চয়তা থাকলেও, মা হওয়ার ইচ্ছা বরাবরই রয়েছে তাঁর। ভবিষ্যতে সন্তানের লালন-পালনের দায়িত্ব নিতে তিনি প্রস্তুত বলেও জানান। এমনকি সন্তান দত্তক নেওয়ার কথাও বিবেচনা করছেন এই অভিনেত্রী।
সাক্ষাৎকারে অতীত সম্পর্ক ও প্রেম-বিচ্ছেদ নিয়েও খোলামেলা কথা বলেন শ্রুতি। “যখন কারও সঙ্গে সম্পর্কে জড়াই, তখন নিজেকে পুরোটা উজাড় করে দেই। আবার সম্পর্ক শেষ হলে নিজেকে পুরোপুরি গুটিয়ে নিই। প্রাক্তন তো সবার জীবনেই থাকে, তবে আমি কোনো অনুশোচনা রাখি না।”
তিনি আরও বলেন, “অনেকে ঠাট্টা করে প্রশ্ন করে—এটা কত নম্বর প্রেম? কিন্তু আমার কাছে প্রতিটা সম্পর্ক আবেগের। এসব সংখ্যায় ফেলার কিছু নেই। কারও প্রতি আঙুল তুলতে চাই না। এই সমাজের সব চিন্তা একদিনে বদলাবে না জানি, তবু আমি এগিয়ে যেতে শিখেছি।”
নিজের আচরণ নিয়েও আত্মসমালোচনায় ছিলেন শ্রুতি। বলেন, “আমিও অনেক সময় নিজের অজান্তে প্রিয় মানুষদের কষ্ট দিয়েছি। তবে যারা সত্যিই কাছের, তাদের কাছে ক্ষমা চাইতে দ্বিধা নেই। বাকিদের নিয়ে ভাবি না।”
দক্ষিণী সুপারস্টার কমল হাসানের কন্যা শ্রুতি হাসান বলিউডে নিজেকে তেমনভাবে প্রতিষ্ঠিত করতে না পারলেও দক্ষিণে রয়েছে তার স্থায়ী অবস্থান। সম্প্রতি রজনীকান্তের সঙ্গে ‘কুলি’ সিনেমায় অভিনয় করেছেন তিনি, যা শিগগিরই মুক্তি পাবে।
সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ সরব শ্রুতি। প্রেম, বিচ্ছেদ, নিজের মতাদর্শ কিংবা সাহসী ফটোশুট—সব ক্ষেত্রেই নিজের অবস্থান স্পষ্ট করে তুলে ধরতে পছন্দ করেন তিনি।
শ্রুতির ভাষায়, “সব কিছু নিয়ে খোলামেলা থাকার চেষ্টা করি। নিজের গল্পটা অন্যদের সঙ্গে ভাগ করে নেওয়াটা আমার কাছে গুরুত্বপূর্ণ।”
জাকারিয়া ইসলাম/
নিউজটি আপডেট করেছেন : Jatiyo Potrika
বিয়ে নয়, মা হতে চান শ্রুতি হাসান! বললেন মাতৃত্বই অগ্রাধিকার
- আপলোড সময় : ১২-০৭-২০২৫ ১১:১৮:৪১ অপরাহ্ন
- আপডেট সময় : ১২-০৭-২০২৫ ১১:১৮:৪১ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ