ঢাকা , শনিবার, ১৬ অগাস্ট ২০২৫ , ৩১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
​টটেনহাম বনাম বার্নলি: প্রিমিয়ার লিগের ম্যাচ প্রিভিউ ও সম্ভাব্য লাইনআপ ​ব্রাইটন বনাম ফুলহ্যাম ম্যাচ প্রিভিউ: ইনজুরি, সম্ভাব্য একাদশ ​প্রিমিয়ার লিগ কিক-অফ: ভিলা বনাম নিউক্যাসলের সম্ভাব্য একাদশ ​প্রফিট টেকিংয়ে লেনদেনে এগিয়ে, দর কমেছে শীর্ষ চার শেয়ারের ​শেয়ারবাজারে গুজব: লাভের ফাঁদ না, নাকি মূলধনের ধ্বংস? ​অটোমেটেড ভূমি সেবা আসছে, অনিয়ম-দুর্নীতি কমাতে বড় পদক্ষেপ ​ওষুধ ও ব্যাংক খাতের প্রবৃদ্ধিতে বাজারে ঊর্ধ্বমুখী প্রবণতা ​গ্রামীণফোনের দরপতনের মাঝেও সূচক ঊর্ধ্বমুখী ​দুই কোম্পানি 'জেড' ও 'এ' ক্যাটাগরির শেয়ারে বাজিমাত ​বিনিয়োগকারীদের জন্য ডিএসইর গুরুত্বপূর্ণ সতর্কবার্তা জারি ​‘জেড’ ক্যাটাগরির দুই কোম্পানির শেয়ারে বাজিমাত, বিক্রেতা সংকটে পড়ে হল্টেড ​বিনিয়োগকারীদের নজরে তিন কোম্পানির শেয়ার ​ক্যাশফ্লো ও ইপিএস—দুইয়েই নেতিবাচক গ্লোবাল ইসলামী ব্যাংক ​আইএল টি-২০তে বাংলাদেশি জুটি সাকিব-মুস্তাফিজ, দুবাইয়ে হুংকার ​মার্জিন ঋণ নিয়ে গুজবের সত্যতা ও বাজারে প্রভাব কি? ​ভোজ্যতেলের দামে স্বস্তি: কমলো পাম অয়েলের দাম, জানুন সয়াবিন তেলের দাম ​শেয়ারবাজারে বিনিয়োগকারীদের চাহিদার শীর্ষে দুই কোম্পানির শেয়ার ​চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের ডিমিউচ্যুয়ালাইজেশন নিয়ে বড় পদক্ষেপ ​শেয়ারবাজারে বড় জরিমানা, নতুন নীতি ও বিনিয়োগকারীদের প্রত্যাশা ​বিনিয়োগকারীদের জন্য ডিএসইর সতর্কবার্তা

​ডেঙ্গু কিট দিলেন ডিসি, নারায়ণগঞ্জে নিয়ন্ত্রণে এডিস পরিস্থিতি

  • আপলোড সময় : ১৩-০৭-২০২৫ ১২:১৯:১৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৭-২০২৫ ১২:১৯:১৭ পূর্বাহ্ন
​ডেঙ্গু কিট দিলেন ডিসি, নারায়ণগঞ্জে নিয়ন্ত্রণে এডিস পরিস্থিতি নারায়ণগঞ্জ
নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও চিকিৎসাসেবা নিশ্চিত করতে সক্রিয় ভূমিকা রাখছেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। তার উদ্যোগে জেলার ‘গ্রীন অ্যান্ড ক্লিন নারায়ণগঞ্জ’ কর্মসূচি ইতোমধ্যে ডেঙ্গু নিয়ন্ত্রণে কার্যকর প্রভাব ফেলেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

শনিবার (১২ জুলাই) দুপুরে জেলা প্রশাসক খানপুর ৩০০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ২ হাজার ডেঙ্গু পরীক্ষার কিট হস্তান্তর করেন। হাসপাতালের চিকিৎসকদের দীর্ঘদিনের চাহিদা ও রোগীদের দুর্ভোগের কথা জানতে পেরে জেলা পরিষদের মাধ্যমে এই কিট সরবরাহ করা হয়। এতে করে হাসপাতালের চলমান সংকট অনেকটাই কাটিয়ে উঠবে বলে আশা করছেন চিকিৎসকরা।

হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আলমগীর হোসেন, হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আবুল বাসার, জেলা পরিষদের কর্মকর্তারা এবং হাসপাতালের চিকিৎসকরা।

সিভিল সার্জন ডা. মশিউর রহমান বলেন, “জেলা প্রশাসক অত্যন্ত জনবান্ধব কর্মকর্তা। তার ‘গ্রীন অ্যান্ড ক্লিন নারায়ণগঞ্জ’ কর্মসূচি জেলার পরিবেশ ও জনস্বাস্থ্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এরই ধারাবাহিকতায় ডেঙ্গুর প্রকোপ অন্যান্য জেলার তুলনায় নারায়ণগঞ্জে অনেক কম। গত ২৪ ঘণ্টায় মাত্র ২ জন রোগী ভর্তি হয়েছেন এবং এখন পর্যন্ত কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।”

হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আবুল বাসার জানান, “ডেঙ্গু কিটের অভাবে আমরা রোগীদের সেবা দিতে হিমশিম খাচ্ছিলাম। জেলা প্রশাসকের দেওয়া কিটগুলো এখন আমাদের সেবাদানে অনেক সাহায্য করবে।”

অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, “ডেঙ্গু প্রতিরোধে জনগণকে সচেতন হতে হবে। বাড়ির আশপাশে পানি জমতে দেওয়া যাবে না, মশারি ব্যবহার করতে হবে এবং ডেঙ্গুর উপসর্গ দেখা দিলে সঙ্গে সঙ্গে চিকিৎসকের পরামর্শ নিতে হবে।”

তিনি আরও বলেন, “সরকারি হাসপাতাল হলো দরিদ্র ও সাধারণ মানুষের প্রধান ভরসা। তাই এসব হাসপাতালে মানসম্মত ও সাশ্রয়ী চিকিৎসাসেবা নিশ্চিত করা জরুরি।”

হস্তান্তর অনুষ্ঠান শেষে জেলা প্রশাসক হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ড পরিদর্শন করেন এবং রোগীদের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি ‘বৃক্ষরোপণ কর্মসূচি’র আওতায় হাসপাতাল চত্বরে একটি নারকেল গাছের চারা রোপণ করেন।

প্রসঙ্গত, এর আগেও তিনি গত ২৬ এপ্রিল খানপুর হাসপাতালে পরিদর্শনে যান। ওই সময় হাসপাতালের নিচু নিরাপত্তা প্রাচীর, ছিনতাইকারীদের উৎপাতসহ নানা অব্যবস্থাপনার বিষয়ে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। ইতোমধ্যে তার উদ্যোগে হাসপাতাল চত্বরে উঁচু বাউন্ডারি ওয়াল নির্মাণ, স্থায়ী আনসার ক্যাম্প স্থাপন, হুইলচেয়ার সরবরাহ এবং এক হাজার গাছ উপহার দেওয়ার মতো কার্যক্রম সম্পন্ন হয়েছে।

জেলার নাগরিকরা বলছেন, প্রশাসনের এ ধরনের উদ্যোগ শুধু চিকিৎসা ব্যবস্থাকেই নয়, পুরো জেলার স্বাস্থ্য সচেতনতা ও জননিরাপত্তাকেও নতুন উচ্চতায় নিয়ে যাচ্ছে।

জাহিদ/

নিউজটি আপডেট করেছেন : Jatiyo Potrika

সর্বশেষ সংবাদ
​ব্রাইটন বনাম ফুলহ্যাম ম্যাচ প্রিভিউ: ইনজুরি, সম্ভাব্য একাদশ

​ব্রাইটন বনাম ফুলহ্যাম ম্যাচ প্রিভিউ: ইনজুরি, সম্ভাব্য একাদশ