ঢাকা , শনিবার, ১৬ অগাস্ট ২০২৫ , ৩১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
​টটেনহাম বনাম বার্নলি: প্রিমিয়ার লিগের ম্যাচ প্রিভিউ ও সম্ভাব্য লাইনআপ ​ব্রাইটন বনাম ফুলহ্যাম ম্যাচ প্রিভিউ: ইনজুরি, সম্ভাব্য একাদশ ​প্রিমিয়ার লিগ কিক-অফ: ভিলা বনাম নিউক্যাসলের সম্ভাব্য একাদশ ​প্রফিট টেকিংয়ে লেনদেনে এগিয়ে, দর কমেছে শীর্ষ চার শেয়ারের ​শেয়ারবাজারে গুজব: লাভের ফাঁদ না, নাকি মূলধনের ধ্বংস? ​অটোমেটেড ভূমি সেবা আসছে, অনিয়ম-দুর্নীতি কমাতে বড় পদক্ষেপ ​ওষুধ ও ব্যাংক খাতের প্রবৃদ্ধিতে বাজারে ঊর্ধ্বমুখী প্রবণতা ​গ্রামীণফোনের দরপতনের মাঝেও সূচক ঊর্ধ্বমুখী ​দুই কোম্পানি 'জেড' ও 'এ' ক্যাটাগরির শেয়ারে বাজিমাত ​বিনিয়োগকারীদের জন্য ডিএসইর গুরুত্বপূর্ণ সতর্কবার্তা জারি ​‘জেড’ ক্যাটাগরির দুই কোম্পানির শেয়ারে বাজিমাত, বিক্রেতা সংকটে পড়ে হল্টেড ​বিনিয়োগকারীদের নজরে তিন কোম্পানির শেয়ার ​ক্যাশফ্লো ও ইপিএস—দুইয়েই নেতিবাচক গ্লোবাল ইসলামী ব্যাংক ​আইএল টি-২০তে বাংলাদেশি জুটি সাকিব-মুস্তাফিজ, দুবাইয়ে হুংকার ​মার্জিন ঋণ নিয়ে গুজবের সত্যতা ও বাজারে প্রভাব কি? ​ভোজ্যতেলের দামে স্বস্তি: কমলো পাম অয়েলের দাম, জানুন সয়াবিন তেলের দাম ​শেয়ারবাজারে বিনিয়োগকারীদের চাহিদার শীর্ষে দুই কোম্পানির শেয়ার ​চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের ডিমিউচ্যুয়ালাইজেশন নিয়ে বড় পদক্ষেপ ​শেয়ারবাজারে বড় জরিমানা, নতুন নীতি ও বিনিয়োগকারীদের প্রত্যাশা ​বিনিয়োগকারীদের জন্য ডিএসইর সতর্কবার্তা

​খাল দখল আর বৃষ্টিতে লক্ষ্মীপুরে জলাবদ্ধতা, দুর্ভোগে শত পরিবার

  • আপলোড সময় : ১৩-০৭-২০২৫ ১১:১৭:৫২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৭-২০২৫ ১১:১৭:৫২ অপরাহ্ন
​খাল দখল আর বৃষ্টিতে লক্ষ্মীপুরে জলাবদ্ধতা, দুর্ভোগে শত পরিবার ​খাল দখল আর বৃষ্টিতে লক্ষ্মীপুরে জলাবদ্ধতা, দুর্ভোগে শত পরিবার
নিজস্ব প্রতিবেদক: লক্ষ্মীপুরে এক সপ্তাহের টানা বৃষ্টিতে সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের সূতারগোপতা ও আশপাশের এলাকায় দেখা দিয়েছে ভয়াবহ জলাবদ্ধতা। খাল দখল আর অপরিকল্পিত অবকাঠামোর কারণে বৃষ্টির পানি নামতে না পারায় পানিবন্দি হয়ে পড়েছে দুই শতাধিক পরিবার। হাঁটু থেকে বুকসমান পানি মাড়িয়ে চলাফেরা করছেন স্থানীয়রা। ডুবে গেছে ফসলি জমি, স্কুলঘর, বাজারসহ গুরুত্বপূর্ণ সড়ক।

স্থানীয়রা জানান, লক্ষ্মীপুর-রামগতি সড়কের পূর্ব পাশে থাকা একটি খালের প্রবাহ ব্যাহত হয়ে পড়েছে। খালের ওপর গড়ে উঠেছে একাধিক দোকান ও বসতঘর। রয়েছে বেশ কিছু সরু কালভার্ট ও চুঙ্গা। খালের ভেতরে জমেছে প্রচুর কচুরিপানা ও বর্জ্য। এর ফলে বৃষ্টির পানি খাল দিয়ে বের হতে পারছে না, উল্টো আশপাশের এলাকা প্লাবিত হয়ে গেছে।

সরেজমিনে দেখা গেছে, সূতারগোপতা বাজারের অন্তত ৮টি দোকানের বেশিরভাগই খালের মধ্যে নির্মিত। বাজারের পাশের ব্রিজ থেকে খালটি দেখলে বোঝা যায়, প্রায় ২৫ ফুট প্রশস্ত খালের ১০ ফুট দখল করে দাঁড়িয়ে আছে দোকানঘর। স্থানীয়দের দাবি, একজন প্রভাবশালী আইনজীবী এসব দোকান নির্মাণ করেছেন। এছাড়া চলাচলের সুবিধায় এলাকাবাসী নিজেরাই খালের ওপর ৫-৭ ফুট প্রশস্ত কয়েকটি কালভার্ট নির্মাণ করেছেন।

বাজারসংলগ্ন গণকবর ও আশপাশের রাস্তা পানিতে তলিয়ে গেছে। ডুবে গেছে ‘ফাইভ স্টার’ নামের একটি কিন্ডারগার্টেন স্কুল। গত কয়েকদিন ধরে স্কুলটিতে পাঠদান সম্ভব হচ্ছে না। বাধ্য হয়ে পাশের দুটি ঘরে শিশুদের পড়ানো হচ্ছে।

ফসলি জমির অবস্থা আরও করুণ। স্থানীয় কৃষক ইসমাইল হোসেন ও নাজমুল হক জানান, “গত বছর তিনবার বীজতলা করেও ফসল ফলাতে পারিনি। এবারও কোমর থেকে বুকসমান পানি জমে আছে। খাল দখল হয়ে যাওয়ায় পানি সরছে না, এই অবস্থায় চাষাবাদ অসম্ভব।”

এ বিষয়ে লক্ষ্মীপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক জহির আহমেদ বলেন, “জেলার ৩৭৫ হেক্টর জমির আমনের বীজতলা পানিতে ডুবে গেছে। ১১০০ হেক্টর জমির আউশ ও ২০০ হেক্টর শাকসবজির জমির মধ্যে প্রায় ৯৫ হেক্টরই পানিতে নিমজ্জিত। পানি দ্রুত নিষ্কাশন না হলে কৃষকদের বড় ধরনের ক্ষতির আশঙ্কা রয়েছে।”

অবৈধ স্থাপনা উচ্ছেদ বিষয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জামশেদ আলম রানা বলেন, “সূতারগোপতা এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদের বিষয়টি আমাদের নজরে এসেছে। আমরা দ্রুত ব্যবস্থা নিচ্ছি।”

এদিকে, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী নাহিদ-উজ-জামান খান বলেন, “মেঘনার পানি বিপৎসীমার নিচে রয়েছে, ফলে জোয়ারের কোনো প্রভাব নেই। কেবল বৃষ্টির পানিতেই জলাবদ্ধতা তৈরি হয়েছে। খাল দখল, অপর্যাপ্ত কালভার্ট এবং অপরিকল্পিত রাস্তার কারণে পানি বের হতে পারছে না। আমরা এলাকা পরিদর্শন করব এবং প্রশাসনের সঙ্গে সমন্বয় করে অবৈধ স্থাপনা উচ্ছেদের পদক্ষেপ নেওয়া হবে।”

স্থানীয়দের মতে, দীর্ঘদিন ধরে খাল সংস্কার বা দখলদার উচ্ছেদে কোনো কার্যকর উদ্যোগ না থাকায় প্রতিবছরই বর্ষায় এমন দুর্ভোগে পড়তে হয় তাদের। এবারও যদি দ্রুত ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে মানুষ যেমন দুর্ভোগে পড়বে, তেমনি কৃষিকাজেও ধস নামবে।

জাহিদ/

নিউজটি আপডেট করেছেন : Jatiyo Potrika

সর্বশেষ সংবাদ
​ব্রাইটন বনাম ফুলহ্যাম ম্যাচ প্রিভিউ: ইনজুরি, সম্ভাব্য একাদশ

​ব্রাইটন বনাম ফুলহ্যাম ম্যাচ প্রিভিউ: ইনজুরি, সম্ভাব্য একাদশ