নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনে পৈশাচিকভাবে খুন হওয়া বরগুনার কাকচিড়া এলাকার ভাঙারি পণ্যের ব্যবসায়ী লালচাঁদ সোহাগের পরিবারের পাশে দাঁড়িয়েছে বিএনপি। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ভাইস চেয়ারম্যান আলহাজ নুরুল ইসলাম মনি পরিবারের হাতে আর্থিক সহায়তা তুলে দেন।
রোববার (১৩ জুলাই) বিকেলে পাথারঘাটার কাকচিড়া মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ সহায়তা প্রদান করা হয়। বরগুনার জেলা ও উপজেলা বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। নিহত সোহাগের স্ত্রী লাকি বেগম এবং তাদের সন্তানরাও এই সময় উপস্থিত ছিলেন।
লাকি বেগম বক্তব্যে বলেন, “আমার স্বামীর প্রতি যে নিষ্ঠুরতা দেখানো হয়েছে, তা যে কোনো স্ত্রীর হৃদয় ছিন্ন করে। আমি চাই দৃষ্টান্তমূলক শাস্তি হোক, যেন আর কোনো স্ত্রী এমন বিপর্যয় দেখতে না হয়। আমার ছেলে-মেয়েরা আজ বাবাহীন।”
বিএনপির ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম মনি বলেন, “ঢাকায় এই নির্মম হত্যাকাণ্ডে তারেক রহমানেরও চোখ ভিজেছে। তিনি পরিবারের পাশে থাকার নির্দেশ দিয়েছেন। বিএনপি সকল প্রকার সহযোগিতা করবে। তবে এই ঘটনাকে নিয়ে বিভিন্ন রাজনৈতিক পক্ষ বিভ্রান্তিকর প্রচারণা চালাচ্ছে, যা গ্রহণযোগ্য নয়।”
তিনি আরও যোগ করেন, “আমরা সব ধরনের হত্যাকাণ্ডের কঠোর নিন্দা জানাই। যদি আমাদের নেতাকর্মী কেউ দোষী হয়, তারও শাস্তি চাই। খুনিদের অবশ্যই দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।”
সোহাগের সঙ্গে প্রতি মাসে দুই লাখ টাকার চাঁদা দাবিকে কেন্দ্র করে বিবাদ সৃষ্টি হয়েছিল। টাকা না দেওয়ার কারণে তার ব্যবসা প্রতিষ্ঠান তালাবদ্ধ করে অভিযুক্তরা। গত বুধবার বিকেলে বাসা থেকে ডেকে নিয়ে তাকে আটকে রাখা হয় এবং চাপ দিয়ে চাঁদার দাবিতে জোর করা হয়। টাকা না দেওয়ার প্রতিক্রিয়ায় জনসম্মুখে পাথর মারার মাধ্যমে তাকে নির্মমভাবে হত্যা করা হয়।
জাহিদ/
নিউজটি আপডেট করেছেন : Jatiyo Potrika
নির্মম সোহাগ হত্যার পর বিএনপির আর্থিক সহায়তা
- আপলোড সময় : ১৩-০৭-২০২৫ ১১:২৭:১৫ অপরাহ্ন
- আপডেট সময় : ১৩-০৭-২০২৫ ১১:২৭:১৫ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ