খুলনা বিভাগীয় সাংবাদিক ফোরামের আয়োজনে রাজধানী ঢাকায় অনুষ্ঠিত হলো ‘ফল উৎসব ২০২৫’। রাজধানীর কাকরাইলের ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট ফোরাম (সিএমজেএফ) মিলনায়তনে এই উৎসব অনুষ্ঠিত হয় শনিবার (১২ জুলাই)।
দেশীয় ফলের পুষ্টিগুণ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং দেশীয় কৃষিপণ্যের প্রচারই ছিল এই উৎসবের মূল লক্ষ্য।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা বিভাগীয় সাংবাদিক ফোরামের সভাপতি তৌহিদুর ইসলাম মিন্টু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ও কালের কণ্ঠের সম্পাদক কবি হাসান হাফিজ।
আয়োজকরা জানান, এমন আয়োজনের মাধ্যমে দেশীয় পণ্যের প্রতি মানুষের আগ্রহ তৈরি হচ্ছে, পাশাপাশি স্বাস্থ্য সচেতনতার নতুন মাত্রা যুক্ত হয়েছে। আগামীতেও এ ধরনের উৎসব অব্যাহত থাকবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।
উৎসবে আম, আনারস, আমড়া, কলা, লটকন, ড্রাগন ফল ও কাঁঠালসহ নানা দেশীয় ও মৌসুমি ফল পরিবেশিত হয়। অতিথিরা বলেন, বাংলাদেশের ঐতিহ্যবাহী ও পুষ্টিকর ফলগুলো জনসাধারণের মাঝে ছড়িয়ে দিতে এ ধরনের উদ্যোগ সময়োপযোগী এবং প্রয়োজনীয়।
নিউজটি আপডেট করেছেন : Jatiyo Potrika
খুলনা বিভাগীয় সাংবাদিক ফোরাম ঢাকায় আয়োজন করলো ফল উৎসব ২০২৫
- আপলোড সময় : ১৪-০৭-২০২৫ ১১:৪২:৫৫ পূর্বাহ্ন
- আপডেট সময় : ১৪-০৭-২০২৫ ১১:৪২:৫৫ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ