নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের প্রতিষ্ঠান লিবরা ইনফিউশন লিমিটেড বর্তমানে উৎপাদন কার্যক্রম বন্ধ রেখেছে। এ তথ্য নিশ্চিত করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। সোমবার (১৪ জুলাই) সরেজমিন পরিদর্শনে গিয়ে প্রতিষ্ঠানটির কারখানা সম্পূর্ণরূপে বন্ধ অবস্থায় পেয়েছে ডিএসই’র একটি পরিদর্শক দল।
মঙ্গলবার (১৫ জুলাই) ডিএসই’র ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি বিনিয়োগকারীদের জানানো হয়।
পরিদর্শনের পেছনের কারণ
যেসব কোম্পানি নিয়মিত রেগুলেটরি তথ্য জমা দেয় না, ডিএসই বা বিএসইসির সঙ্গে কার্যকর যোগাযোগে থাকে না, তাদের ওপর নিয়মিত তদারকির অংশ হিসেবে এই পরিদর্শন পরিচালিত হয়। লিবরা ইনফিউশনের ক্ষেত্রেও একই প্রক্রিয়ার ভিত্তিতে কারখানা ও প্রধান কার্যালয় পরিদর্শনে যায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
কারখানা বন্ধ থাকা বিনিয়োগ ঝুঁকির ইঙ্গিত
তালিকাভুক্ত কোম্পানির উৎপাদন বন্ধ থাকা মানে ভবিষ্যৎ আয় প্রবাহ অনিশ্চিত হয়ে পড়া, যা শেয়ারপ্রতি আয় (EPS), নগদ প্রবাহ এবং বিনিয়োগকারীর আস্থার ওপর সরাসরি প্রভাব ফেলতে পারে। বিশেষ করে ওষুধ খাতের মতো উচ্চ প্রবৃদ্ধিসম্পন্ন খাতে এমন স্থবিরতা বাজারের জন্য নেতিবাচক বার্তা বহন করে।
পরবর্তী পদক্ষেপ কী?
ডিএসই জানিয়েছে, কারখানা বন্ধ থাকার পেছনে কী কারণ রয়েছে এবং এর সঙ্গে কোনো আর্থিক বা পরিচালনাগত অনিয়ম জড়িত কি না, তা যাচাই করা হবে। প্রয়োজনে এ বিষয়ে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সহায়তা নেওয়া হবে।
বিনিয়োগকারীদের জন্য প্রাসঙ্গিক বার্তা
বর্তমান পরিস্থিতিতে বিনিয়োগকারীদের উচিত কোম্পানিটির সর্বশেষ অবস্থা ও রেগুলেটরি হালনাগাদ নজরে রাখা এবং নতুন বিনিয়োগ সিদ্ধান্তে সাবধানতা অবলম্বন করা। কোম্পানির আর্থিক প্রতিবেদন, প্রাসঙ্গিক ঘোষণা এবং নিয়ন্ত্রক সংস্থার মন্তব্যের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।
জাকারিয়া ইসলাম/
নিউজটি আপডেট করেছেন : Jatiyo Potrika
লিবরা ইনফিউশনের কারখানা বন্ধ, ডিএসইর সরেজমিন পরিদর্শন
- আপলোড সময় : ১৫-০৭-২০২৫ ১১:২২:০০ অপরাহ্ন
- আপডেট সময় : ১৫-০৭-২০২৫ ১১:২২:০০ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ