অন্যদিকে সন্ধ্যায় সাফের আরেক ম্যাচে মুখোমুখি হবে শ্রীলঙ্কা ও নেপাল। ফুটবলের পাশাপাশি রাতে জমে উঠবে ক্রিকেটের উত্তাপও।
গ্লোবাল সুপার লিগে মুখোমুখি হবে সেন্ট্রাল ডিসট্রিক্টস ও রংপুর। একইসঙ্গে ইংল্যান্ডের ভাইটালিটি ব্ল্যাস্টে ঐতিহ্যবাহী লড়াইয়ে নামছে ইয়র্কশায়ার ও ল্যাঙ্কাশায়ার। খেলা দেখা যাবে বিভিন্ন চ্যানেলে সরাসরি সম্প্রচারে। নিচে আজকের খেলার সময়সূচি ও চ্যানেল তালিকা টেবিল আকারে দেওয়া হলো:
আজকের খেলার সূচি (১৭ জুলাই, ২০২৫)
খেলাধুলা | প্রতিপক্ষ | সময় | সম্প্রচার মাধ্যম |
---|---|---|---|
সাফ অনূর্ধ্ব-২০ নারী ফুটবল | বাংলাদেশ বনাম ভুটান | বেলা ৩টা | টি স্পোর্টস |
সাফ অনূর্ধ্ব-২০ নারী ফুটবল | শ্রীলঙ্কা বনাম নেপাল | সন্ধ্যা ৭টা | টি স্পোর্টস |
গ্লোবাল সুপার লিগ | সেন্ট্রাল ডিসট্রিক্টস বনাম রংপুর | রাত ৮টা | সনি স্পোর্টস ৫, টি স্পোর্টস ডিজিটাল |
ভাইটালিটি ব্ল্যাস্ট টি-টোয়েন্টি | ইয়র্কশায়ার বনাম ল্যাঙ্কাশায়ার | রাত ১১:৩০ মিনিট | সনি স্পোর্টস ৫ |
দিনভর জমজমাট এই ম্যাচগুলোতে নজর থাকবে খেলাপ্রেমীদের। নারী ফুটবলে বাংলাদেশের মেয়েদের পারফরম্যান্স যেমন আশা জাগাচ্ছে, তেমনি রাতের ক্রিকেট ম্যাচগুলোতেও রয়েছে হাইভোল্টেজ উত্তেজনা। মাঠে হোক আর পর্দায়—কোনোটাই মিস করার সুযোগ নেই আজ!
মো: কামাল/