সময়ে বিতরণ না করলে ব্যবস্থা, কঠোর বার্তা শিক্ষা বোর্ডের
নিজস্ব প্রতিবেদক: ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার প্রবেশপত্র বিতরণে নতুন নির্দেশনা জারি করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্ড ও প্রবেশপত্র যথাসময়ে বিতরণ না করলে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে বোর্ড।
শনিবার (১৯ জুলাই) পরীক্ষা নিয়ন্ত্রক এস এম কামাল উদ্দিন হায়দার স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়। এতে বলা হয়, প্রতিবারই পরীক্ষার পূর্বমুহূর্তে অনেক প্রতিষ্ঠান প্রবেশপত্র হাতে পেলেও তা যথাসময়ে শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করে না। কখনও কখনও পরীক্ষা শুরুর মাত্র একদিন আগেও প্রবেশপত্র শিক্ষার্থীদের হাতে পৌঁছায় না।
বিলম্বে বিতরণে পরীক্ষার্থীরা চরম দুর্ভোগে
বিজ্ঞপ্তিতে বলা হয়, সময়মতো প্রবেশপত্র না দেওয়ার কারণে অনেক শিক্ষার্থীর রেজিস্ট্রেশন বা ফরম পূরণে ভুল সংশোধনের সুযোগ থাকে না। আবার কিছু ক্ষেত্রে বোর্ড অনুমোদনহীন বিষয়ের জন্য শিক্ষার্থীকে রেজিস্ট্রেশন করিয়ে পরীক্ষায় অংশ নেওয়ার চেষ্টা করে প্রতিষ্ঠান। কিন্তু বিষয় অনুমোদন না থাকায় সেই শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নিতে পারে না, ফলে তাদের শিক্ষা জীবন হুমকির মুখে পড়ে।
এক সপ্তাহেই বিতরণ করতে হবে প্রবেশপত্র
নতুন নির্দেশনায় বলা হয়েছে, বোর্ড থেকে রেজিস্ট্রেশন কার্ড ও প্রবেশপত্র সংগ্রহের পর সর্বোচ্চ এক সপ্তাহের মধ্যেই শিক্ষার্থীদের হাতে তা পৌঁছে দিতে হবে। কোনো প্রতিষ্ঠান নির্ধারিত সময়ের বাইরে বিতরণ করলে, বা জটিলতা তৈরি করলে প্রতিষ্ঠানপ্রধানের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
ফরম পূরণেও থাকবে কড়াকড়ি
২০২৬ সালের এইচএসসি ও এসএসসি পরীক্ষায় নির্ধারিত সময়সীমার মধ্যেই শিক্ষার্থীদের ফরম পূরণ সম্পন্ন করতে হবে। বিলম্ব ফিসহ শেষ সময় পার হওয়ার পর আর কোনোভাবেই ফরম পূরণের সুযোগ দেওয়া হবে না বলে জানিয়েছে বোর্ড।
শিক্ষার্থীদের ভবিষ্যৎ রক্ষায় সময়মতো প্রস্তুতির আহ্বান
ঢাকা শিক্ষা বোর্ড মনে করছে, সময়মতো প্রবেশপত্র ও রেজিস্ট্রেশন কার্ড বিতরণ নিশ্চিত করা শুধু প্রশাসনিক দায়িত্ব নয়, এটি শিক্ষার্থীদের ভবিষ্যৎ সুরক্ষার সঙ্গে সরাসরি জড়িত। তাই আগেভাগেই সব প্রস্তুতি গ্রহণ করতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে আহ্বান জানিয়েছে বোর্ড।
মো: কামাল/