নিজস্ব প্রতিবেদক: এইচএসসি ও সমমানের ২০২৫ সালের পরীক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। ঘূর্ণিঝড় ও অন্যান্য অনিবার্য কারণে স্থগিত হওয়া ২২ ও ২৪ জুলাইয়ের পরীক্ষা একসঙ্গে একই দিনে নেওয়া হবে বলে জানানো হয়েছে।
বুধবার (২৩ জুলাই) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান শিক্ষাবিষয়ক উপদেষ্টা সি আর আবরার। তিনি বলেন, "স্থগিত হওয়া দুইটি পরীক্ষা—২২ জুলাইয়েরটি সকালে এবং ২৪ জুলাইয়েরটি বিকেলে একই দিনে অনুষ্ঠিত হবে।"
তবে এখনো নির্দিষ্ট করে জানানো হয়নি, কবে সেই পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে। এ বিষয়ে উপদেষ্টা বলেন, “পরীক্ষার দিন-তারিখ নির্ধারিত হলে তা শিক্ষা বোর্ডের পক্ষ থেকে আনুষ্ঠানিক বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।”
এই সিদ্ধান্তের ফলে পরীক্ষার্থীদের মানসিক অনিশ্চয়তা কিছুটা দূর হলেও, একদিনে দুটি পরীক্ষা দেওয়ার বাস্তবতা নিয়ে তারা রয়েছে কিছুটা উদ্বেগে। সকাল-বিকেলে পরীক্ষা মানে একই দিনে দুটো বিষয়ের জন্য পূর্ণ প্রস্তুতি নিয়ে বসা—যা চ্যালেঞ্জিং হলেও মেনে নিতে হচ্ছে বাস্তবতার কারণেই।
উল্লেখ্য, পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী ২২ ও ২৪ জুলাই এইচএসসি ও সমমানের গুরুত্বপূর্ণ বিষয়গুলোর পরীক্ষা ছিল। কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়াসহ প্রশাসনিক কারণে সেগুলো স্থগিত করা হয়।
পরীক্ষার্থীদের উদ্দেশ্যে শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, নতুন সময়সূচি প্রকাশের আগেই প্রস্তুতি যেন বজায় রাখা হয়। কারণ একদিনে দুটি পরীক্ষা হলেও, মূল লক্ষ্য হবে—ভালো ফলাফল অর্জন।
আল-মামুন/
নিউজটি আপডেট করেছেন : Jatiyo Potrika
এইচএসসির ২২ ও ২৪ জুলাইয়ের স্থগিত পরীক্ষা হবে একই দিনে
- আপলোড সময় : ২৩-০৭-২০২৫ ০৩:৩১:৪৫ অপরাহ্ন
- আপডেট সময় : ২৩-০৭-২০২৫ ০৩:৩১:৪৫ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ