নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ অনিশ্চয়তা ও জল্পনার অবসান ঘটিয়ে নির্ধারিত হলো এশিয়া কাপ ২০২৫-এর সম্ভাব্য সময় ও আয়োজক দেশ। ভারত-পাকিস্তানের রাজনৈতিক উত্তেজনার ছায়ায় আয়োজক নির্বাচন নিয়ে তৈরি হওয়া দ্বিধা অবশেষে কাটতে শুরু করেছে। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া-এর বরাতে জানা গেছে, আগামী ৫ সেপ্টেম্বর থেকে সংযুক্ত আরব আমিরাতে শুরু হতে যাচ্ছে এবারের আসর।
প্রথমদিকে ধারণা করা হচ্ছিল ভারতই টুর্নামেন্ট আয়োজন করবে। কিন্তু দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ—ভারত ও পাকিস্তানের কূটনৈতিক উত্তেজনা এবং নিরাপত্তা সংশ্লিষ্ট নানা দিক বিবেচনায় শেষপর্যন্ত আয়োজক হিসেবে নির্বাচিত হয়েছে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত। তবে এখনো এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি ভেন্যু ও সূচি নিয়ে।
অনিশ্চয়তা কাটাতে ঢাকায় বৈঠক
বৃহস্পতিবার ঢাকায় অনুষ্ঠিত হয় এসিসির বার্ষিক সভা। সভায় সরাসরি উপস্থিত না থাকলেও অনলাইনের মাধ্যমে বৈঠকে অংশ নেয় ভারত ও শ্রীলঙ্কা। এই ভার্চুয়াল অংশগ্রহণকেই ইতিবাচক অগ্রগতি হিসেবে দেখছে ক্রিকেট সংশ্লিষ্ট মহল। এতদিন ধরে ভারতের অনাগ্রহের কারণে এশিয়া কাপ আয়োজন নিয়ে যে অনিশ্চয়তা বিরাজ করছিল, তা খানিকটা হলেও দূর হয়েছে বলে মনে করা হচ্ছে।
অংশ নিচ্ছে ৮টি দল
২০২৫ সালের আসরে অংশ নিচ্ছে মোট ৮টি দল। টেস্ট খেলুড়ে পাঁচটি দেশ—বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও আফগানিস্তান ছাড়াও খেলবে তিনটি সহযোগী দেশ—সংযুক্ত আরব আমিরাত, ওমান ও হংকং। ম্যাচগুলো অনুষ্ঠিত হবে দুবাই ও আবুধাবির ভেন্যুতে।
ভারত-পাকিস্তান ম্যাচ ঘিরে দ্বিধা
তবে সবচেয়ে বড় প্রশ্নবোধক চিহ্ন এখনো রয়ে গেছে ভারত-পাকিস্তান দ্বৈরথ নিয়ে। সাম্প্রতিক সময়ে দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কের অবনতি এবং খেলাধুলায় একে অপরের প্রতি বিরূপ মনোভাবের কারণে অনেকে আশঙ্কা করছেন, এবার হয়তো হাইভোল্টেজ এই ম্যাচটি দেখা যাবে না।
এর আগে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লেজেন্ডস টুর্নামেন্টে ভারত চ্যাম্পিয়নস দল পাকিস্তান চ্যাম্পিয়নসের বিপক্ষে খেলতে অস্বীকৃতি জানালে সেই ম্যাচটি বাতিল হয়। ফলে এশিয়া কাপের সূচিতে দুই দলের মুখোমুখি লড়াই থাকলেও, আদৌ তা মাঠে গড়াবে কি না, সেটি নিয়ে দেখা দিয়েছে বড় সংশয়।
চূড়ান্ত ঘোষণা বাকি
যদিও এশিয়া কাপ ৫ সেপ্টেম্বর থেকে শুরু এবং আয়োজক হিসেবে আমিরাতের নাম গণমাধ্যমে উঠে এসেছে, এসিসির পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি আসেনি। তবে এসিসির ঢাকার সভা ও বিভিন্ন সূত্রের তথ্য অনুযায়ী, খুব শিগগিরই সব কিছু স্পষ্ট হয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে।
এখন ক্রিকেটপ্রেমীরা তাকিয়ে আছেন এসিসি এবং বিসিসিআই-এর চূড়ান্ত ঘোষনার দিকে। কারণ, এশিয়া কাপ মানেই রোমাঞ্চ, আর ভারত-পাকিস্তান ম্যাচ মানেই উত্তেজনার সর্বোচ্চ মাত্রা।
মো: জাহিদ/
নিউজটি আপডেট করেছেন : Jatiyo Potrika
এশিয়া কাপ এবার সংযুক্ত আরব আমিরাতে, শুরু ৫ সেপ্টেম্বর
- আপলোড সময় : ২৪-০৭-২০২৫ ০৫:১২:০৪ অপরাহ্ন
- আপডেট সময় : ২৪-০৭-২০২৫ ০৫:১২:০৪ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ