নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত বিভিন্ন খাতের ১৫টি কোম্পানির পরিচালনা পর্ষদের সভা আগামীকাল সোমবার, ২৮ জুলাই ২০২৫ অনুষ্ঠিত হতে যাচ্ছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এসব সভায় কোম্পানিগুলোর সমাপ্ত সময়ের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি ইপিএস (প্রতি শেয়ার আয়) প্রকাশ করা হবে। এর পাশাপাশি কয়েকটি কোম্পানি ডিভিডেন্ড (লভ্যাংশ) ঘোষণা করতে পারে।
ডিএসই সূত্রে জানা গেছে, যেসব কোম্পানির বোর্ড সভা অনুষ্ঠিত হবে, সেগুলোর মধ্যে রয়েছে ফাইন্যান্স, ইন্স্যুরেন্স এবং ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান।
ফার্স্ট ফাইন্যান্স লিমিটেড বোর্ড সভা ডেকেছে আগামীকাল বিকেল ৪টায়। এতে ২০২৫ সালের ৩০ জুন তারিখে দ্বিতীয় প্রান্তিকে শেষ হওয়া অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা এবং ইপিএস প্রকাশের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
ইসলামিক ফাইন্যান্স-এর সভা হবে বিকেল ৩টায়। একই তারিখে শেষ হওয়া দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন ও ইপিএস নিয়ে আলোচনা হবে।
মেঘনা ইন্সুরেন্স, এক্সপ্রেস ইন্স্যুরেন্স, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স, আইপিডিসি ফাইন্যান্স, ব্র্যাক ব্যাংক, এনআরবিসি ব্যাংক এবং ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স – এসব কোম্পানির সভাও একইদিনে বিকেল ৩টা থেকে অনুষ্ঠিত হবে। প্রতিটি সভাতেই দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক ফলাফল প্রকাশের কথা রয়েছে।
তবে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স ব্যতিক্রম। প্রতিষ্ঠানটি একই সভায় ২০২৫ সালের প্রথম ও দ্বিতীয় প্রান্তিকের পাশাপাশি ২০২৪ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনও পর্যালোচনা করবে। এ সভায় ডিভিডেন্ড ঘোষণাও আসতে পারে।
প্রগতি ইন্স্যুরেন্স এবং ফার্স্ট ফাইন্যান্স বোর্ড সভা করবে বিকেল ৪টায়, আর ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক ও পপুলার লাইফ ইন্স্যুরেন্স সভা ডেকেছে বিকেল ৩টা ৩০ মিনিটে।
এছাড়া নর্দান ইসলামি ইন্স্যুরেন্স ও ইস্টার্ন ব্যাংক পিএলসি সভা আয়োজন করবে দুপুর ২টা ৩০ মিনিটে। সিটিতে অনুষ্ঠিতব্য এ সভাগুলোতেও দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন উপস্থাপন এবং ইপিএস প্রকাশের সম্ভাবনা রয়েছে।
বিশ্লেষকদের মতে, একদিনে এতো সংখ্যক কোম্পানির আর্থিক প্রতিবেদন প্রকাশ পুঁজিবাজারে তাৎপর্যপূর্ণ প্রভাব ফেলতে পারে। ভালো ইপিএস এবং আকর্ষণীয় ডিভিডেন্ড থাকলে সংশ্লিষ্ট শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ বাড়তে পারে।
আল-মামুন/
নিউজটি আপডেট করেছেন : Jatiyo Potrika
আগামীকাল ১৫ কোম্পানির বোর্ড সভা: আসছে ইপিএস ও ডিভিডেন্ড
- আপলোড সময় : ২৭-০৭-২০২৫ ০৩:০৪:৪৯ অপরাহ্ন
- আপডেট সময় : ২৭-০৭-২০২৫ ০৩:০৪:৪৯ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ