নিজস্ব প্রতিবেদক: বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক-কর্মচারীদের জন্য সুখবর নিয়ে আসছে আসন্ন জুলাই মাস। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, জুলাই ২০২৫ থেকে বেসরকারি শিক্ষকদের বেতন কাঠামোতে পরিবর্তন আনা হচ্ছে। নতুন এই কাঠামো অনুযায়ী সর্বনিম্ন ৫০০ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ৭ হাজার টাকা পর্যন্ত বেতন বাড়ানো হচ্ছে।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) প্রশাসন শাখায় ইতোমধ্যে বেতন বৃদ্ধির সারসংক্ষেপ পাঠানো হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। মাউশির ইএমআইএস (Education Management Information System) সেলের প্রোগ্রামার-৫ জহির উদ্দিন গণমাধ্যমকে জানান, জুলাই ২০২৫-এর প্রথম লটে ৩ লাখ ৭৮ হাজার ৪৫৭ জন শিক্ষক ও কর্মচারীর বেতন বাবদ প্রায় ১ হাজার ২৯ কোটি টাকা বরাদ্দ দেওয়া হচ্ছে। যেখানে জুন মাসে এই ব্যয় ছিল প্রায় ৮৮৪ কোটি টাকা, অর্থাৎ বাড়তি ব্যয় ধরা হয়েছে প্রায় ১৪৫ কোটি টাকা।
কোন স্তরের জন্য কত টাকা বাড়ছে?
নতুন কাঠামোয় সবচেয়ে কম বেতন বাড়ছে সহায়ক ও নিু্চতর গ্রেডে থাকা কর্মচারীদের, যেমন— আয়া, দারোয়ান, পরিচ্ছন্নতাকর্মীদের বেতন ৫০০ টাকা পর্যন্ত বাড়ানো হচ্ছে।
জুনিয়র শিক্ষকদের বেতন বৃদ্ধি হবে ৮০০ থেকে ১,০০০ টাকা। যেসব সহকারী শিক্ষক বর্তমানে ১২ হাজার ৫০০ টাকা বেতন পাচ্ছেন, তাদের বেতন ১,২০০ থেকে ১,৫০০ টাকা পর্যন্ত বাড়ানো হবে।
সিনিয়র সহকারী শিক্ষকদের বেতন বৃদ্ধি হবে ২,০০০ থেকে ৪,০০০ টাকা, কিছু ক্ষেত্রে তা ৫,০০০ টাকা পর্যন্ত হতে পারে।
সবচেয়ে উল্লেখযোগ্য বৃদ্ধি আসছে প্রধান শিক্ষকদের ক্ষেত্রে। তাদের মাসিক বেতন গড়ে ৭,০০০ টাকা পর্যন্ত বাড়বে বলে মাউশি সূত্র জানিয়েছে।
দীর্ঘদিনের দাবি পূরণের পথে
বেসরকারি শিক্ষক ও কর্মচারীরা দীর্ঘদিন ধরেই ন্যায্য বেতন কাঠামোর দাবিতে আন্দোলন করে আসছিলেন। অনেক ক্ষেত্রে সরকারি বিদ্যালয়ের চেয়ে বড় ব্যবধান থাকায় শিক্ষকরা চাপে ছিলেন। এবার সেই ব্যবধান কিছুটা হলেও কমবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
তবে সরকারের জন্য এই বেতন বাড়ানো অর্থনৈতিকভাবে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে বলে মনে করছেন অর্থনীতিবিদরা। কারণ, প্রতি মাসেই এই খাতে ব্যয় বাড়বে শত কোটি টাকার বেশি। তবুও শিক্ষার মান উন্নয়ন এবং শিক্ষক পেশায় নতুন প্রজন্মকে আকৃষ্ট করতে এই সিদ্ধান্তকে সময়োপযোগী বলেই মনে করছেন শিক্ষা বিশ্লেষকরা।
আল-মামুন/
নিউজটি আপডেট করেছেন : Jatiyo Potrika
জুলাই থেকে বেসরকারি শিক্ষকদের বেতন বাড়ছে, সর্বোচ্চ ৭০০০ টাকা
- আপলোড সময় : ২৮-০৭-২০২৫ ০১:১৩:৫৪ অপরাহ্ন
- আপডেট সময় : ২৮-০৭-২০২৫ ০১:১৩:৫৪ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ