নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ক্রিকেট এখন এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দাঁড়িয়ে। মাঠের পারফরম্যান্স, কোচিং স্টাফের রদবদল কিংবা ঘরোয়া লিগের জট ছাড়িয়ে এবার আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রেসিডেন্ট নির্বাচন। আগামী সেপ্টেম্বরের শেষ সপ্তাহে এই নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। তার আগেই শুরু হয়েছে গুঞ্জন, আলোচনার ঝড়—তামিম, মাহবুব না কি চমকপ্রদ কেউ? বিসিবির হটসিটে কে বসতে যাচ্ছেন?
সর্বাধিক আলোচনায় থাকা নামগুলোর একটি হচ্ছে তামিম ইকবাল। বাংলাদেশের ইতিহাসের অন্যতম সফল ওপেনার ও সাবেক অধিনায়ক তামিমকে অনেকেই প্রশাসনিক ভূমিকায় দেখতে আগ্রহী। ক্রিকেট মাঠ থেকে সরে যাওয়ার পর থেকে বোর্ড বা জাতীয় ক্রীড়া পরিষদে তাকে দেখা যেতে পারে বলে দীর্ঘদিন ধরেই গুঞ্জন ছিল। তবে জানা গেছে, তামিম নিজেই বোর্ড প্রেসিডেন্ট নির্বাচনে অংশগ্রহণ করতে আগ্রহী নন। তিনি ব্যক্তিগতভাবে মনে করেন, ক্রিকেটের সঙ্গে রাজনীতিমূলক জটিলতা মিশে গেলে কাজের স্বাধীনতা হারিয়ে যায়। তিনি এই "কাদা ছোড়াছুড়ির" রাজনীতির জায়গা থেকে দূরে থাকতে চান।
অন্যদিকে, বিসিবির অভিজ্ঞ ও প্রবীণ সংগঠক মাহবুব আনামও আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন। বিসিবির বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে দুই দশকেরও বেশি সময় ধরে থেকে তিনি অভিজ্ঞতায় অত্যন্ত সমৃদ্ধ। আইসিসির সাথেও রয়েছে তার ভালো সম্পর্ক। যদিও তিনি এখনো প্রার্থিতা ঘোষণা করেননি, বোর্ডের বেশ কয়েকজন প্রভাবশালী পরিচালক মাহবুব আনামের পক্ষে অবস্থান নিয়েছেন বলে জানা যাচ্ছে। তবে বয়সজনিত কারণে অনেকেই প্রশ্ন তুলছেন, তিনি আদৌ দীর্ঘমেয়াদী প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করতে পারবেন কি না।
এই দুই পরিচিত নাম ছাড়াও আলোচনা ঘিরে আরও একটি চমকপ্রদ নাম উঠে এসেছে, সেটি হলো আমিনুল ইসলাম বুলবুল। বাংলাদেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান ও সাবেক অধিনায়ক বুলবুল বর্তমানে বিসিবির অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি এনএসসি (ন্যাশনাল স্পোর্টস কাউন্সিল) কোটায় বোর্ড পরিচালক হিসেবে মনোনীত হন এবং সেই কোটা থেকেই তাকে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। জানা গেছে, এই অস্থায়ী দায়িত্বের পরেই তিনি পরবর্তী চার বছরের পূর্ণ মেয়াদে প্রেসিডেন্ট পদে লড়াইয়ে নামতে পারেন। ইতোমধ্যেই তিনি তার স্বল্প সময়ের মধ্যে কিছু গঠনমূলক উদ্যোগ গ্রহণ করেছেন, যা অনেক বোর্ড সদস্যের কাছে ইতিবাচকভাবে ধরা পড়েছে।
অন্যদিকে, দুই আলোচিত নাম আলী আসগর লবি এবং কুতুব উদ্দিন আহমেদ ইতোমধ্যেই প্রার্থীতা থেকে সরে দাঁড়িয়েছেন। আলী আসগর লবি পূর্বে বিএনপির সময় বোর্ড প্রেসিডেন্ট ছিলেন, তবে এবার তার পক্ষে গ্রিন সিগন্যাল মেলেনি। কুতুব উদ্দিন আহমেদও নির্বাচন করছেন না বলে নিশ্চিত হয়েছে।
এই পুরো নির্বাচনী প্রক্রিয়া ও সম্ভাব্য ফলাফলের উপর বড় প্রভাব ফেলতে পারে জাতীয় সংসদ নির্বাচন। কারণ, রাজনৈতিক দলের ক্রীড়া সংগঠকেরা বিসিবির শীর্ষ পদে অবস্থান নিতে চান। ফলে, যদি আগামী নির্বাচনে ক্ষমতার পালাবদল ঘটে, তবে নতুন সরকার চাইবে তাদের ঘনিষ্ঠদের বোর্ডের টপ লেভেলে বসাতে। এর প্রভাব বিসিবির প্রেসিডেন্ট পদেও পড়তে পারে, এবং বর্তমান নির্বাচনে জিতলেও কারো অবস্থান দীর্ঘস্থায়ী হবে কি না, সে নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।
সবমিলিয়ে, সামনে বিসিবির হটসিটে বসার দৌড়ে যে নামগুলো বেশি আলোচিত, তাদের মধ্যে সবচেয়ে বাস্তবসম্মত সম্ভাবনা নিয়ে এগিয়ে আছেন আমিনুল ইসলাম বুলবুল। তিনি কেবল সাবেক অধিনায়কই নন, ক্রিকেটে নিষ্ঠাবান, নিরপেক্ষ ও ডেভেলপমেন্ট-ভিত্তিক মানসিকতার মানুষ হিসেবেও পরিচিত। অন্যদিকে, মাহবুব আনামের অভিজ্ঞতা, নেটওয়ার্ক এবং বোর্ডভিত্তিক ক্ষমতা তাকে দৌড়ে রেখেছে। তামিম আপাতত সরে দাঁড়ালেও ভবিষ্যতে তার ভূমিকা কী হবে, সেটিও সময়ই বলবে।
এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো—নতুন প্রেসিডেন্ট যেই হোন না কেন, তাকে অবশ্যই নিরপেক্ষ, দূরদর্শী ও ক্রিকেটারবান্ধব হতে হবে। রাজনীতি নয়, ক্রিকেটই যেন হয় তার মূল লক্ষ্য। নতুবা এই পদ, এই ক্ষমতা এবং এই নির্বাচনী প্রক্রিয়া কেবল বিতর্ক, বিভাজন ও ব্যর্থতার জন্মই দেবে।
মো: জাহিদ/
নিউজটি আপডেট করেছেন : Jatiyo Potrika
তামিম? মাহবুব? নাকি আরও চমক? বিসিবি হটসিটে কে আসছেন
- আপলোড সময় : ০৩-০৮-২০২৫ ০৪:২৪:৫৮ অপরাহ্ন
- আপডেট সময় : ০৩-০৮-২০২৫ ০৪:২৪:৫৮ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ