নিজস্ব প্রতিবেদক: এএফসি অনূর্ধ্ব-২০ নারী টুর্নামেন্টের বাছাইপর্ব সামনে রেখে লাওসে ভোরবেলা থেকেই প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ নারী ফুটবল দল। স্থানীয় সময় সকাল ৬টায় মাঠে নেমে বলের সঙ্গে ছন্দ মেলাতে শুরু করেছে আফিদারা। দীর্ঘ ভ্রমণের ক্লান্তি ঝেড়ে নতুন দেশে প্রথম দিনের অনুশীলনেই ছিল ম্যাচ জয়ের দৃঢ় প্রত্যয়।
ভোরের আলোয় মাঠে বাংলাদেশ
ঢাকায় নারী দলের অনুশীলনের সময় বরাবরই ভোরবেলা। বিদেশে টুর্নামেন্ট বা প্রীতি ম্যাচ খেলতে গেলেও ব্রিটিশ কোচ পিটার বাটলার সেই রুটিন বদলান না। এবারও তার ব্যতিক্রম হয়নি। লাওসে পা রেখেই প্রথম সকালেই মাঠে গা গরম করে নিয়েছে দল।
অধিনায়কের আত্মবিশ্বাসী কণ্ঠ
প্রথম দিনের অনুশীলন শেষে অধিনায়ক আফিদা খাতুন বলেন—
“নতুন দেশ, পরিবেশ ভালো লাগছে। অনুশীলনও ভালো হয়েছে। কোচ যেভাবে পরিকল্পনা দিয়েছেন আমরা সেভাবেই খেলব। প্রথম লক্ষ্য লাওসকে হারানো।”
প্রথম চ্যালেঞ্জ স্বাগতিক লাওস
আগামী ৬ আগস্ট বাছাইপর্বে নিজেদের প্রথম ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ স্বাগতিক লাওসের। এই ম্যাচ দিয়েই শুরু হবে এএফসি মিশন।
সাগরিকার জয়ের লক্ষ্য
সাম্প্রতিক সাফ অনূর্ধ্ব-২০ নারী টুর্নামেন্টে শিরোপাজয়ী দলের অন্যতম নায়িকা মোসাম্মৎ সাগরিকা জানালেন—
“আমরা গতকালই বাংলাদেশ থেকে এসেছি। সকালে অনুশীলন ভালো হয়েছে। আমাদের লক্ষ্য এই টুর্নামেন্ট জেতা।”
ইতিহাসের দ্বারপ্রান্তে
এএফসি অনূর্ধ্ব-২০ নারী টুর্নামেন্টের মূল পর্বে বাংলাদেশ আগে কখনো খেলেনি। তবে এবার বাফুফের প্রত্যাশা, দলটি গ্রুপ রানার্স হয়ে আট দলের মধ্যে সেরা তিনে জায়গা করে নেবে। তাতে আগামী বছর থাইল্যান্ডে মূল পর্বে খেলার সুযোগ মিলবে আফিদাদের সামনে।
মো: জাহিদ/
নিউজটি আপডেট করেছেন : Jatiyo Potrika
এএফসি বাছাই: লাওসে ভোরে প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ নারী দল
- আপলোড সময় : ০৪-০৮-২০২৫ ১০:২২:৫৬ পূর্বাহ্ন
- আপডেট সময় : ০৪-০৮-২০২৫ ১০:২২:৫৬ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ