নিজস্ব প্রতিবেদক:পতনের বাজারেও পুঁজিবাজারে আজ চমক দেখিয়েছে ‘জেড’ ক্যাটাগরির দুই কোম্পানি—ফারইস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড ও স্ট্যান্ডার্ড সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। দিনের শুরু থেকেই এসব শেয়ারে বিনিয়োগকারীদের ক্রয় চাপ এতটাই বেড়ে যায় যে বিক্রেতা সংকটে লেনদেন এক পর্যায়ে হল্টেড হয়ে যায়।
ফারইস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড
‘জেড’ ক্যাটাগরির এই আর্থিক প্রতিষ্ঠানটির শেয়ারদর আজ ৬.৬৭% বৃদ্ধি পেয়ে ৩.২ টাকায় স্থির হয়। মোট ৩৫,৪৭৩টি শেয়ার লেনদেন হয়, যার মূল্য প্রায় ১ লাখ ১৩ হাজার ৫১৩ টাকা। গত এক বছরে শেয়ারের দর প্রায় ৩৭% কমলেও আজকের হঠাৎ উত্থান নজর কাড়ে।
তবে আর্থিক অবস্থা এখনও দুর্বল—শেয়ার প্রতি আয় (EPS) ঋণাত্মক ৬.২০ এবং নীট সম্পদ মূল্য (NAV) ঋণাত্মক ৫৩.৫৮। লোকসানের কারণে ২০১৬ সাল থেকে কোনো লভ্যাংশ দেয়নি প্রতিষ্ঠানটি। ব্যবস্থাপনায় অনিয়মের কারণে ২০২১ সালের মার্চে বিএসইসি এর পরিচালনা পর্ষদ পুনর্গঠন করে।
স্ট্যান্ডার্ড সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড
সিরামিক খাতের এই ‘জেড’ ক্যাটাগরির কোম্পানির শেয়ার আজ ৯.৯০% বৃদ্ধি পেয়ে ৮৮.৮ টাকায় উঠে আসে। লেনদেন হয়েছে ৩৫,৬৯৮টি শেয়ার, যার মূল্য ৩১ লাখ ৬৯ হাজার ৯৮২ টাকা। গত এক বছরে শেয়ারের দর প্রায় ১২% কমলেও আজ ক্রেতার চাপ এতটাই ছিল যে বিক্রেতা পাওয়া যায়নি।
কোম্পানির আর্থিক অবস্থা দুর্বল—EPS ঋণাত্মক ১৬.৩৭ এবং NAV ঋণাত্মক ৫০.১২। গ্যাস ও বিদ্যুতের অনিয়মিত সরবরাহ ও কাঁচামালের উচ্চমূল্যের কারণে লোকসানে পড়া এই প্রতিষ্ঠানটি ২০২৪ সালের জানুয়ারিতে উৎপাদন স্থগিত করে। ফেব্রুয়ারিতে এটিকে ‘বি’ থেকে ‘জেড’ ক্যাটাগরিতে নামানো হয়।
বাজার বিশ্লেষকদের মতে, দীর্ঘদিন দরপতনের মধ্যে থাকা এসব শেয়ারে স্বল্পমেয়াদী জল্পনা-কল্পনার কারণে হঠাৎ ক্রয়চাপ সৃষ্টি হয়েছে। তবে আর্থিক ভিত্তি দুর্বল থাকায় দীর্ঘমেয়াদী বিনিয়োগে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন তারা।
মো: জাহিদ/
নিউজটি আপডেট করেছেন : Jatiyo Potrika
‘জেড’ ক্যাটাগরির দুই কোম্পানির শেয়ারে বাজিমাত, বিক্রেতা সংকটে পড়ে হল্টেড
- আপলোড সময় : ১৩-০৮-২০২৫ ০৭:৪৯:০৫ অপরাহ্ন
- আপডেট সময় : ১৩-০৮-২০২৫ ০৭:৪৯:০৫ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ