টেস্ট ক্রিকেটের ১৫০ বছরের ইতিহাসে প্রথম! ইংল্যান্ডের অবিশ্বাস্য রেকর্ড

আপলোড সময় : ০৫-০৭-২০২৫ ১০:৩৫:৫৯ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৫-০৭-২০২৫ ১০:৩৫:৫৯ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক: এজবাস্টনে চলমান ভারত-ইংল্যান্ড টেস্ট ম্যাচে এমন এক ঘটনা ঘটেছে, যা টেস্ট ক্রিকেটের দীর্ঘ ১৫০ বছরের ইতিহাসে আগে কখনো দেখা যায়নি! ইনিংসে পাঁচ ব্যাটার শূন্য রানে ফিরেছেন—তারপরও ইংল্যান্ড করেছে ৪০০ রানের বেশি (৪০৭)। এমন নজির টেস্ট ইতিহাসে এই প্রথম।

এটি শুধুই কোনো লড়াকু ইনিংস নয়, বরং এক অনন্য ইতিহাস! ভারতের ৫৮৭ রানের পাহাড়সম ইনিংসের জবাবে যখন ইংল্যান্ড ২৫ রানেই হারায় তিন উইকেট এবং ৮৪ রানে পড়ে যায় পাঁচ উইকেট, তখন অনেকেই ধরে নিয়েছিলেন তারা ‘ফলো অন’-এর মুখেই পড়বে। কিন্তু সেখান থেকেই পাল্টে গেল চিত্রপট।

স্মিথ-ব্রুকের রেকর্ড জুটি

ইনিংসের হাল ধরেন হ্যারি ব্রুক ও জেমি স্মিথ। ষষ্ঠ উইকেটে ৩০৩ রানের রেকর্ড জুটি গড়েন তারা। এই জুটিই ইংল্যান্ডকে তলানি থেকে টেনে এনে ৪০৭ রানে পৌঁছে দেয়।

হ্যারি ব্রুক খেলেন ১৩৭ বলে ১৫৮ রানের দুর্দান্ত ইনিংস, যা ছিল তার ২৭তম টেস্টে নবম সেঞ্চুরি। তিনি এখন ডেনিস কম্পটনের পর দ্বিতীয় দ্রুততম ইংলিশ ব্যাটার হিসেবে টেস্টে ৯টি সেঞ্চুরি করার কীর্তি গড়লেন।

অন্যদিকে, উইকেটকিপার ব্যাটার জেমি স্মিথ মাত্র ৮০ বলে পূর্ণ করেন নিজের শতক এবং শেষ পর্যন্ত ১৮৪ রানে অপরাজিত থাকেন। টেস্ট ইতিহাসে ইংল্যান্ডের ষষ্ঠ উইকেটকিপার হিসেবে ১৫০ রানের বেশি করার রেকর্ড গড়েন তিনি।

একই মাঠ, একই স্কোর, ২০ বছর পর

২০০৫ সালে এই এজবাস্টনেই অস্ট্রেলিয়ার বিপক্ষে ইংল্যান্ড তাদের প্রথম ইনিংসে করেছিল ৪০৭ রান। ঠিক ২০ বছর পর সেই একই মাঠে আবারও প্রথম ইনিংসে স্কোর দাঁড়াল ৪০৭!

সিরাজের আগুন ঝরানো স্পেল

ভারতের পেসার মোহাম্মদ সিরাজ ছিলেন সবচেয়ে সফল বোলার। জো রুট ও বেন স্টোকসকে টানা দুই বলে ফিরিয়ে দেন তিনি। ইনিংস শেষে তার শিকার ৬ উইকেট।

তৃতীয় দিনের খেলা শেষে স্কোর

ভারত প্রথম ইনিংস: ৫৮৭

ইংল্যান্ড প্রথম ইনিংস: ৪০৭

ভারত দ্বিতীয় ইনিংস: ৬৪/১

ঐতিহাসিক ব্যাটিং ও ব্যতিক্রমী রেকর্ড

টেস্টে ইনিংসে পাঁচ ব্যাটার ডাক পাওয়ার পর কোনো দল ৪০০ পেরিয়েছে—এমন ঘটনা এবারই প্রথম। এজবাস্টনে সেই কীর্তি গড়ল ইংল্যান্ড।

এই ম্যাচে কেবল রান নয়, ব্যাটিংয়ের মানসিকতা, প্রত্যাবর্তনের সাহস এবং ইতিহাস গড়ার ইচ্ছাই যেন নতুন করে টেস্ট ক্রিকেটকে প্রাণবন্ত করে তুলল।

জাকারিয়া ইসলাম/

সম্পাদকীয় :

সম্পাদক ও প্রকাশক : তরু শাহারিয়ার সর্গ
নির্বাহী সম্পাদক : চামেলী খাতুন
বার্তা সম্পাদক : মোঃ রবিউল ইসলাম

অফিস :

অফিস : পান্তপথ, ঢাকা, বাংলাদেশ-১২০৫
ইমেইল : jatiyopotrika@gmail.com
মোবাইল : 01786332137