​জামায়াতের দ্বিচারিতা নিয়ে রিজভীর সরাসরি অভিযোগ

আপলোড সময় : ০৬-০৭-২০২৫ ১১:২৯:৩০ অপরাহ্ন , আপডেট সময় : ০৬-০৭-২০২৫ ১১:২৯:৩০ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক: নামাজে ভুল করলে মানুষ ক্ষমা চায়। কিন্তু রাজনীতিতে ভুল করলে তার দায় পুরো জাতিকে বইতে হয়—এভাবেই এক তীব্র রাজনৈতিক বার্তা ছুড়ে দিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

রোববার (৬ জুলাই) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে পবিত্র আশুরা উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে রিজভী বলেন, “যামায়াত একদিকে বলে নির্বাচন পেছাতে হবে, অন্যদিকে রাতের আঁধারে মনোনয়ন দিচ্ছে! এটাকেই বলে দ্বিচারিতা।"

তিনি প্রশ্ন ছুড়লেন, “জনগণের মন বুঝতে তারা কবে চেয়েছে? ’৭১-এ চায়নি, ’৮৬-তে চায়নি, এখনো চায় না।"

রিজভীর ভাষায়, “পত্রিকা খুললেই দেখা যায়—৩৩, ৩৪টি আসনে জামায়াতের প্রার্থী! তাহলে এত নাটক কেন? নির্বাচন পেছানোর নামে নাটক, আর পেছনে পেছনে প্রার্থী চূড়ান্ত—এটাই জামায়াতের রাজনীতির মুখোশ।”

কারবালা থেকে শিক্ষা নিতে বললেন রিজভী
কারবালার ইতিহাস টেনে রিজভী বলেন, “ইমাম হুসাইন (রা.) ছিলেন সত্য ও ন্যায়ের পক্ষে। তাঁর পথ ছিল গণতন্ত্রের পথ। ইয়াজিদ ছিল সেই স্বৈরাচার, যে জনগণের মতের তোয়াক্কা না করে ক্ষমতা কুক্ষিগত করতে চেয়েছিল। আজকেও যারা জনগণের স্রোতের বিপরীতে রাজনীতির নৌকা চালাতে চায়, তারা মূলত ইয়াজিদের উত্তরসূরি।”

তিনি বলেন, “খোলাফায়ে রাশেদিনদের মতো যাঁরা জনগণের ভোটে খলিফা হতেন, তাঁদের ধারায় ছিল ন্যায় ও গণতন্ত্র। কিন্তু ইয়াজিদ সেই ধারাকে হত্যা করে রাজতন্ত্র প্রতিষ্ঠা করে। জামায়াত কি আজ সেই ইয়াজিদের রাজনৈতিক উত্তরসূরি নয়?”

আলোচনায় রিজভী আরও বলেন, “জামায়াত কখনোই জনগণের রায়কে সম্মান করেনি। বরং নিজেদের রাজনৈতিক স্বার্থে জনগণকে ব্যবহার করতে গিয়ে বারবার ধাক্কা খেয়েছে।”

রিজভীর বক্তব্যে বারবারই উঠে এসেছে একটি কথা—"রাজনীতি যদি হয় জনগণের বিরুদ্ধে, তা কখনোই টেকে না। সময়ের কাছে, ইতিহাসের কাছে, সত্যের কাছে সবকিছুর হিসাব দিতে হয়।”

অনুষ্ঠান শেষে আশুরার শহীদদের স্মরণে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

জাকারিয়া ইসলাম/

সম্পাদকীয় :

সম্পাদক ও প্রকাশক : তরু শাহারিয়ার সর্গ
নির্বাহী সম্পাদক : চামেলী খাতুন
বার্তা সম্পাদক : মোঃ রবিউল ইসলাম

অফিস :

অফিস : পান্তপথ, ঢাকা, বাংলাদেশ-১২০৫
ইমেইল : jatiyopotrika@gmail.com
মোবাইল : 01786332137