
নিজস্ব প্রতিবেদক: একটি তারিখ, একটি ইতিহাস। একটি স্মৃতি, এক অভিমান। সেই জুলাইয়ের স্মৃতিচারণে এবার ডিজিটাল উপহার পাচ্ছেন দেশের প্রতিটি মোবাইল ফোন ব্যবহারকারী।
১৮ জুলাই—বাংলাদেশে এবার এই দিনটি শুধু স্মরণ আর শোকের নয়, সম্মানেরও। এই দিনটিকে স্মরণীয় করে রাখতে মোবাইল ফোন ব্যবহারকারীদের জন্য ১ জিবি করে ফ্রি ইন্টারনেট দিচ্ছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।
ডেটার মেয়াদ থাকবে ৫ দিন। সিদ্ধান্ত অনুযায়ী, গ্রাহকরা ১৮ জুলাই সকাল থেকেই তাঁদের ফোনে এই বিশেষ উপহারটি পেয়ে যাবেন।
‘তাদের স্মরণে, আমাদের সংযোগ’—এটাই উদ্যোগের মর্মবাণী
জুলাই মাসে যারা আন্দোলনের অংশ হয়ে প্রাণ দিয়েছেন, এই উদ্যোগ মূলত তাঁদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে নেওয়া হয়েছে। যেন এই ডিজিটাল যুগে স্মরণ ও সংযোগ একসাথে পথ চলে।
বিটিআরসির পক্ষ থেকে জানানো হয়েছে, সরকার ঘোষিত ‘জুলাই স্মরণ সপ্তাহ’-এর অংশ হিসেবে এই ফ্রি ইন্টারনেট উদ্যোগ চালু করা হচ্ছে।
অপারেটরদের তৎপরতা: প্রস্তুত সবাই
বুধবার (৯ জুলাই) বিটিআরসি মোবাইল অপারেটরদের কাছে এই নির্দেশনা পাঠায়। এর পরপরই বাংলালিংক, গ্রামীণফোন, রবি, এয়ারটেলসহ সব অপারেটর নিজ নিজ গ্রাহকদের জন্য প্রস্তুতি শুরু করেছে।
বাংলালিংকের কর্পোরেট ও রেগুলেটরি বিভাগের চিফ তৈমুর রহমান বলেন—
“জুলাই আন্দোলনের শহিদদের প্রতি আমরা গভীর শ্রদ্ধা জানাই। সরকার থেকে আসা অনুরোধকে আমরা গুরুত্বের সঙ্গে নিয়েছি। বাংলালিংকের নিজস্ব ডিজিটাল প্ল্যাটফর্ম Toffee-তেও স্মরণমূলক আয়োজন করার ভাবনা রয়েছে।”
তাঁর ভাষ্য, শুধু নির্দেশনা মানা নয়—বাংলালিংক আরও এগিয়ে আসতে চায় স্মরণ আর সংযোগের এই মহৎ উদ্দেশ্যে।
কীভাবে পাবেন ফ্রি ডেটা?
মোবাইল অপারেটররা সরাসরি গ্রাহকদের ফোনে বার্তা পাঠাবে। গ্রাহকরা কোনো রকম রেজিস্ট্রেশন ছাড়াই এই ডেটা উপহার পাবেন। কেউ যেন বিভ্রান্ত না হয়, সে জন্য আগেভাগেই প্রচারণা চালানো হবে।
এই ডেটা ব্যবহার করা যাবে সামাজিক যোগাযোগ, খবর, শিক্ষা কিংবা বিনোদনের কাজে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো—এই ১ জিবি ডেটা যেন হয়ে ওঠে একটি স্মরণীয় দিনের ডিজিটাল স্মারক।
মো: কামাল/
১৮ জুলাই—বাংলাদেশে এবার এই দিনটি শুধু স্মরণ আর শোকের নয়, সম্মানেরও। এই দিনটিকে স্মরণীয় করে রাখতে মোবাইল ফোন ব্যবহারকারীদের জন্য ১ জিবি করে ফ্রি ইন্টারনেট দিচ্ছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।
ডেটার মেয়াদ থাকবে ৫ দিন। সিদ্ধান্ত অনুযায়ী, গ্রাহকরা ১৮ জুলাই সকাল থেকেই তাঁদের ফোনে এই বিশেষ উপহারটি পেয়ে যাবেন।
‘তাদের স্মরণে, আমাদের সংযোগ’—এটাই উদ্যোগের মর্মবাণী
জুলাই মাসে যারা আন্দোলনের অংশ হয়ে প্রাণ দিয়েছেন, এই উদ্যোগ মূলত তাঁদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে নেওয়া হয়েছে। যেন এই ডিজিটাল যুগে স্মরণ ও সংযোগ একসাথে পথ চলে।
বিটিআরসির পক্ষ থেকে জানানো হয়েছে, সরকার ঘোষিত ‘জুলাই স্মরণ সপ্তাহ’-এর অংশ হিসেবে এই ফ্রি ইন্টারনেট উদ্যোগ চালু করা হচ্ছে।
অপারেটরদের তৎপরতা: প্রস্তুত সবাই
বুধবার (৯ জুলাই) বিটিআরসি মোবাইল অপারেটরদের কাছে এই নির্দেশনা পাঠায়। এর পরপরই বাংলালিংক, গ্রামীণফোন, রবি, এয়ারটেলসহ সব অপারেটর নিজ নিজ গ্রাহকদের জন্য প্রস্তুতি শুরু করেছে।
বাংলালিংকের কর্পোরেট ও রেগুলেটরি বিভাগের চিফ তৈমুর রহমান বলেন—
“জুলাই আন্দোলনের শহিদদের প্রতি আমরা গভীর শ্রদ্ধা জানাই। সরকার থেকে আসা অনুরোধকে আমরা গুরুত্বের সঙ্গে নিয়েছি। বাংলালিংকের নিজস্ব ডিজিটাল প্ল্যাটফর্ম Toffee-তেও স্মরণমূলক আয়োজন করার ভাবনা রয়েছে।”
তাঁর ভাষ্য, শুধু নির্দেশনা মানা নয়—বাংলালিংক আরও এগিয়ে আসতে চায় স্মরণ আর সংযোগের এই মহৎ উদ্দেশ্যে।
কীভাবে পাবেন ফ্রি ডেটা?
মোবাইল অপারেটররা সরাসরি গ্রাহকদের ফোনে বার্তা পাঠাবে। গ্রাহকরা কোনো রকম রেজিস্ট্রেশন ছাড়াই এই ডেটা উপহার পাবেন। কেউ যেন বিভ্রান্ত না হয়, সে জন্য আগেভাগেই প্রচারণা চালানো হবে।
এই ডেটা ব্যবহার করা যাবে সামাজিক যোগাযোগ, খবর, শিক্ষা কিংবা বিনোদনের কাজে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো—এই ১ জিবি ডেটা যেন হয়ে ওঠে একটি স্মরণীয় দিনের ডিজিটাল স্মারক।
মো: কামাল/