​ঢাকায় সোহাগ খুনের দায় তারেক জিয়াকে নিতে হবে: ফয়জুল করীম

আপলোড সময় : ১৩-০৭-২০২৫ ১২:২৫:২৪ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৩-০৭-২০২৫ ১২:২৫:২৪ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক: ঢাকায় সোহাগ হত্যাকাণ্ডের জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও প্রশাসনকে দায় নিতে হবে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম।

শনিবার (১২ জুলাই) বিকেলে বরিশাল নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলা ও মহানগরের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

ফয়জুল করীম বলেন, “এক আবু সাঈদের হত্যাকাণ্ড আওয়ামী লীগকে ধ্বংস করেছে, আর এক সোহাগ হত্যায় বিএনপির মসনদও ধ্বংস হয়ে যাচ্ছে। এই দায়-দায়িত্ব বিএনপি এড়াতে পারে না।”

তিনি বলেন, “বিএনপি এখন পর্যন্ত তিন হাজারের বেশি নেতাকর্মীকে বহিষ্কার করলেও চাঁদাবাজি, খুন-জুলুম কমেনি। এগুলো শুধুই আইওয়াশ। তারা বলে, ব্যক্তির অপরাধের দায় দল নেবে না। কিন্তু বাস্তবতা হলো আওয়ামী লীগ ও বিএনপি—উভয়ই এখন দুর্নীতি ও খুনের ফ্যাক্টরি হয়ে উঠেছে।”

ফয়জুল করীম আরও বলেন, “আবরার হত্যায় জড়িতরা একসময় মেধাবী ছাত্র ছিল। কিন্তু রাজনৈতিক দলের ছত্রছায়ায় তারা খুনি হয়েছে। হাজারো তরুণ আজ আওয়ামী লীগ কিংবা বিএনপির হয়ে ধর্ষক, চাঁদাবাজে পরিণত হয়েছে।”

তিনি অভিযোগ করেন, সোহাগ হত্যা মামলাকে ভিন্ন খাতে প্রবাহিত করতে পুলিশ ষড়যন্ত্র শুরু করেছে। “যতক্ষণ ঘটনা প্রকাশ পায়নি, ততক্ষণ কাউকে বহিষ্কার করা হয়নি। চাঁদা নিলে পুরস্কার, ধরা পড়লে বহিষ্কার, আর ভাইরাল হলে গ্রেপ্তার—এটাই এখনকার সংস্কৃতি।”

সমাবেশে ইসলামী যুব আন্দোলনের নেতাদের উদ্দেশে তিনি বলেন, “জুলুমমুক্ত বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। এমন একটি দেশ গড়তে হবে, যেখানে চাঁদাবাজি থাকবে না, নারীরা ধর্ষণের শিকার হবে না, অন্যায়-অবিচার থাকবে না। সেই বাংলাদেশ গড়তে ইসলামী আন্দোলন বাংলাদেশই সক্ষম।”

সমাবেশ শেষে ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগরের আয়োজনে একটি বিক্ষোভ মিছিল বের হয়, যা নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এতে ঢাকায় সোহাগ হত্যাসহ দেশব্যাপী চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদ জানানো হয়।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মুফতি মানসুর আহমাদ সাকী ও বরিশাল জেলা সভাপতি উপাধ্যক্ষ মাওলানা মুহাম্মাদ সিরাজুল ইসলাম।

সমাবেশে সভাপতিত্ব করেন যুব আন্দোলনের মহানগর সভাপতি হাফেজ মাওলানা মুহাম্মাদ রেজাউল করীম। সঞ্চালনায় ছিলেন জেলা সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা মো. সুলাইমান ও মহানগর সাধারণ সম্পাদক মাওলানা জাহিদুল ইসলাম।

জাহিদ/

সম্পাদকীয় :

সম্পাদক ও প্রকাশক : তরু শাহারিয়ার সর্গ
নির্বাহী সম্পাদক : চামেলী খাতুন
বার্তা সম্পাদক : মোঃ রবিউল ইসলাম

অফিস :

অফিস : পান্তপথ, ঢাকা, বাংলাদেশ-১২০৫
ইমেইল : jatiyopotrika@gmail.com
মোবাইল : 01786332137