দ্বিতীয় প্রান্তিকে চার কোম্পানির আর্থিক প্রতিবেদন প্রকাশ

আপলোড সময় : ১৯-০৭-২০২৫ ০৮:৩৪:১৪ অপরাহ্ন , আপডেট সময় : ১৯-০৭-২০২৫ ০৮:৩৪:১৪ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত চারটি কোম্পানি ২০২৫ সালের প্রথম প্রান্তিক (এপ্রিল-জুন) ও দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। এসব কোম্পানির মধ্যে রয়েছে মার্কেন্টাইল ব্যাংক, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স, জনতা ইন্স্যুরেন্স ও এশিয়া ইন্স্যুরেন্স। পাশাপাশি দ্বিতীয় প্রান্তিকের আর্থিক বিবরণ দিয়েছে গ্রামীণফোন, সেনা ইন্স্যুরেন্স ও উত্তরা ব্যাংক। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

গ্রামীণফোন: দ্বিতীয় প্রান্তিকে মুনাফা বেড়েছে, ছয় মাসে আয় কমেছে

২০২৫ সালের এপ্রিল-জুন প্রান্তিকে গ্রামীণফোনের শেয়ারপ্রতি আয় (EPS) হয়েছে ৬ টাকা ৫১ পয়সা, যা আগের বছরের একই সময়ের তুলনায় কিছুটা বেড়েছে (৬ টাকা ৩৮ পয়সা)। তবে জানুয়ারি-জুন ছয় মাসে EPS কমে দাঁড়িয়েছে ১১ টাকা ২১ পয়সা, যেখানে গত বছর একই সময়ে তা ছিল ১৬ টাকা ২৯ পয়সা। এই সময়ে কোম্পানির শেয়ারপ্রতি নগদ প্রবাহ (Cash Flow) কমে হয়েছে ২৬ টাকা ৯৪ পয়সা, যা আগের বছর ছিল ২৮ টাকা ৭ পয়সা। ৩০ জুন ২০২৫ তারিখে কোম্পানির শেয়ারপ্রতি সম্পদমূল্য (NAVPS) দাঁড়িয়েছে ৪২ টাকা ১৫ পয়সা।

সেনা ইন্স্যুরেন্স: আয় ও মুনাফা উভয়েই বেড়েছে

সেনা ইন্স্যুরেন্স দ্বিতীয় প্রান্তিকে ভালো পারফরম্যান্স দেখিয়েছে। প্রতিষ্ঠানটির EPS বেড়ে দাঁড়িয়েছে ১ টাকা ৫৭ পয়সা, যা আগের বছর একই সময়ে ছিল ১ টাকা ১৪ পয়সা। ছয় মাসে EPS হয়েছে ৩ টাকা ৪৭ পয়সা, যেখানে আগের বছর তা ছিল ২ টাকা ৬ পয়সা। যদিও নগদ প্রবাহ কিছুটা কমে ৪ টাকা হয়েছে (গত বছর ছিল ৫ টাকা ৫ পয়সা), তবুও কোম্পানিটির সামগ্রিক আর্থিক প্রবৃদ্ধি ইতিবাচক। কোম্পানির NAVPS বেড়ে দাঁড়িয়েছে ২৬ টাকা ৯৬ পয়সা।

মার্কেন্টাইল ব্যাংক: আয় কমেছে, ক্যাশ ফ্লোতে বড় ধস

২০২৫ সালের দ্বিতীয় প্রান্তিকে মার্কেন্টাইল ব্যাংকের EPS কমে হয়েছে ৯৮ পয়সা, যা আগের বছর ছিল ১ টাকা ২৫ পয়সা। ছয় মাসে EPS দাঁড়িয়েছে ১ টাকা ৮২ পয়সা, যেখানে আগের বছর ছিল ১ টাকা ৯৮ পয়সা। আলোচ্য সময়ে কোম্পানিটির ক্যাশ ফ্লো উল্লেখযোগ্যভাবে কমে ৩ টাকা ৬০ পয়সা হয়েছে, যেখানে আগের বছর একই সময়ে তা ছিল ৭ টাকা ৯৩ পয়সা। ৩০ জুন ২০২৫ তারিখে NAVPS দাঁড়িয়েছে ২৫ টাকা ১১ পয়সা।

উত্তরা ব্যাংক: কমেছে আয় ও ক্যাশ ফ্লো দুটোই

উত্তরা ব্যাংকের দ্বিতীয় প্রান্তিকে EPS কমে দাঁড়িয়েছে ৫৮ পয়সা, যেখানে আগের বছর ছিল ১ টাকা ৪২ পয়সা। ছয় মাসে EPS হয়েছে ১ টাকা ৮২ পয়সা, আগের বছর যা ছিল ২ টাকা। ক্যাশ ফ্লোও উল্লেখযোগ্যভাবে কমে দাঁড়িয়েছে ১ টাকা ৯০ পয়সা, যেখানে আগের বছর ছিল ৩ টাকা ৫২ পয়সা। কোম্পানির NAVPS বর্তমানে ২৭ টাকা ৯২ পয়সা।

বিশ্লেষণ ও দিকনির্দেশনা

গ্রামীণফোন ও সেনা ইন্স্যুরেন্স তাদের প্রান্তিক প্রতিবেদনে তুলনামূলক ভালো পারফরম্যান্স দেখালেও ব্যাংক খাতে চিত্রটা কিছুটা ভিন্ন। বিশেষ করে মার্কেন্টাইল ও উত্তরা ব্যাংকের আয় ও নগদ প্রবাহ উভয় ক্ষেত্রেই নেতিবাচক প্রবণতা দেখা গেছে। বিশ্লেষকদের মতে, মুনাফার ধারাবাহিকতা এবং ক্যাশ ফ্লোয়ের সক্ষমতাই ভবিষ্যতের প্রবৃদ্ধির মূল নির্দেশক হয়ে উঠবে।

বিনিয়োগকারীদের জন্য এসব তথ্য গুরুত্বপূর্ণ হতে পারে, বিশেষ করে যারা কোম্পানির মৌলভিত্তিক শক্তিমত্তা বিবেচনা করে দীর্ঘমেয়াদি বিনিয়োগে আগ্রহী।

জাহিদ/

সম্পাদকীয় :

সম্পাদক ও প্রকাশক : তরু শাহারিয়ার সর্গ
নির্বাহী সম্পাদক : চামেলী খাতুন
বার্তা সম্পাদক : মোঃ রবিউল ইসলাম

অফিস :

অফিস : পান্তপথ, ঢাকা, বাংলাদেশ-১২০৫
ইমেইল : jatiyopotrika@gmail.com
মোবাইল : 01786332137