অস্ট্রেলিয়া বনাম ওয়েস্ট ইন্ডিজ:

ওয়েস্ট ইন্ডিজকে উড়িয়ে ২-০ তে এগিয়ে গেল অস্ট্রেলিয়া

আপলোড সময় : ২৩-০৭-২০২৫ ১০:০৩:৫১ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৩-০৭-২০২৫ ১০:০৩:৫১ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক: কিংস্টন, ২২ জুলাই ২০২৫ — জস ইনগ্লিসের ব্যাটে ঝড়, ক্যামেরন গ্রিনের চমৎকার সঙ্গ এবং দুর্দান্ত বোলিং পারফরম্যান্স—সব মিলিয়ে দ্বিতীয় টি-টোয়েন্টিতেও ওয়েস্ট ইন্ডিজকে উড়িয়ে দিয়েছে অস্ট্রেলিয়া। ৮ উইকেটের বড় জয়ে ৫ ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেছে মিচেল মার্শের দল।

ওয়েস্ট ইন্ডিজের ইনিংস: শুরু ভালো, শেষ হতাশাজনক

টস হেরে ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজের শুরুটা দারুণ ছিল। ওপেনার ব্র্যান্ডন কিং খেলেন ৩৬ বলে ৫১ রানের ইনিংস। তবে এরপর একে একে উইকেট হারিয়ে ছন্দ হারিয়ে ফেলে ক্যারিবীয়রা। অধিনায়ক শাই হোপ (৯), হেটমায়ার (১৪), রাদারফোর্ড (০) কেউই সুবিধা করতে পারেননি।

তবে আন্দ্রে রাসেল চেষ্টা করেন কিছুটা ঝড় তোলার — মাত্র ১৫ বলে ৩৬ রান করে ইনিংসকে কিছুটা গতি দেন। গুডাকেশ মটি শেষ দিকে ৯ বলে ১৮ রানের ক্যামিও খেললেও ২০ ওভারে স্কোর দাঁড়ায় ১৭২/৮।

অস্ট্রেলিয়ার পক্ষে আদাম জাম্পা ছিলেন দুর্দান্ত। ৪ ওভারে ২৯ রান দিয়ে নেন ৩ উইকেট। নাথান এলিস নেন ২টি উইকেট, ম্যাক্সওয়েলও দেন মূল্যবান দুটি আঘাত।

অস্ট্রেলিয়ার ইনিংস: ইনগ্লিস-গ্রিনে বিধ্বস্ত ওয়েস্ট ইন্ডিজ

টার্গেট তাড়া করতে নেমে শুরুতে কিছুটা ধাক্কা খায় অস্ট্রেলিয়া। ম্যাক্সওয়েল (১২) ও অধিনায়ক মিচেল মার্শ (২১) দ্রুত ফিরে যান। তবে তৃতীয় উইকেটে ইনগ্লিস ও গ্রিন যে ইনিংস উপহার দেন, তাতে আর পেছনে তাকাতে হয়নি সফরকারীদের।

জস ইনগ্লিস খেলেন ক্যারিয়ারের অন্যতম সেরা ইনিংস — মাত্র ৩৩ বলে ৭৮ রান, ৭টি চার ও ৫টি ছক্কার মারে। তার স্ট্রাইক রেট ছিল ২৩৬.৩৬! অন্যপ্রান্তে ক্যামেরন গ্রিন খেলেন ৩২ বলে ৫৬ রানের অপরাজিত ইনিংস। ১৫.২ ওভারে ১৭৩ রান তুলে ম্যাচ শেষ করে ফেলে অস্ট্রেলিয়া।

ওয়েস্ট ইন্ডিজের বোলিং ছিল বড্ড অনুপ্রেরণাহীন। আলজারি জোসেফ ৩ ওভারে দেন ৫০ রান। হোল্ডার ও জোসেফ মিলে দুটি উইকেট নিলেও রানরেটে কোনো চাপই তৈরি করতে পারেনি কেউই।

ম্যাচসেরা ইনগ্লিস, সিরিজের দিকেই ঝুঁকছে অস্ট্রেলিয়া

ম্যাচসেরা নির্বাচিত হন জস ইনগ্লিস। একইসঙ্গে তিনি ছিলেন ক্রিকইনফোর ‘মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার’। প্রথম ম্যাচের পর দ্বিতীয় ম্যাচেও এমন নির্ভরতা এবং আগ্রাসী ব্যাটিং তুলে ধরায় ইনগ্লিস এখন সিরিজের কেন্দ্রীয় চরিত্র।

সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে অস্ট্রেলিয়া

এই জয়ে অস্ট্রেলিয়া ৫ ম্যাচের সিরিজে ২-০ তে এগিয়ে গেল। সিরিজের তৃতীয় ম্যাচ হবে ২৪ জুলাই, যেখানে ক্যারিবীয়দের সামনে থাকবে বাঁচা-মরার চ্যালেঞ্জ। আর অস্ট্রেলিয়া চাইবে তৃতীয় ম্যাচ জিতে আগেভাগেই সিরিজ নিজেদের করে নিতে।

স্কোরকার্ড সংক্ষেপ:

ওয়েস্ট ইন্ডিজ: ১৭২/৮ (২০ ওভার)

— কিং ৫১, রাসেল ৩৬; জাম্পা ৩/২৯, এলিস ২/৩৪

অস্ট্রেলিয়া: ১৭৩/২ (১৫.২ ওভার)

— ইনগ্লিস ৭৮*, গ্রিন ৫৬*; হোল্ডার ১/২৮, জোসেফ ১/৫০

ফল: অস্ট্রেলিয়া জয়ী ৮ উইকেটে (২৮ বল বাকি)

সিরিজ অবস্থা: অস্ট্রেলিয়া ২-০ ওয়েস্ট ইন্ডিজ

ম্যাচসেরা: জস ইনগ্লিস (অস্ট্রেলিয়া)


রবিউল ইসলাম/

সম্পাদকীয় :

সম্পাদক ও প্রকাশক : তরু শাহারিয়ার সর্গ
নির্বাহী সম্পাদক : চামেলী খাতুন
বার্তা সম্পাদক : মোঃ রবিউল ইসলাম

অফিস :

অফিস : পান্তপথ, ঢাকা, বাংলাদেশ-১২০৫
ইমেইল : jatiyopotrika@gmail.com
মোবাইল : 01786332137