​ভিসা ছাড়াই ৩৯ দেশে যেতে পারবেন বাংলাদেশিরা

আপলোড সময় : ২৪-০৭-২০২৫ ০২:০৯:৫৭ অপরাহ্ন , আপডেট সময় : ২৪-০৭-২০২৫ ০২:০৯:৫৭ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশি পাসপোর্টধারীদের জন্য সুখবর। সর্বশেষ হেনলি পাসপোর্ট ইনডেক্স অনুযায়ী, এখন বাংলাদেশিরা বিশ্বের ৩৯টি দেশে ভিসা ছাড়াই কিংবা অন অ্যারাইভাল সুবিধায় ভ্রমণ করতে পারবেন। ২০২৫ সালের তৃতীয় ত্রৈমাসিক প্রতিবেদনে দেখা গেছে, আগের বছরের তুলনায় তিন ধাপ অগ্রগতি হয়েছে বাংলাদেশের। বর্তমানে পাসপোর্টের বৈশ্বিক শক্তির দিক থেকে বাংলাদেশ রয়েছে ৯৪তম অবস্থানে, যেখানে গত বছর অবস্থান ছিল ৯৭তম।

হেনলি অ্যান্ড পার্টনারস প্রতিবছর এই সূচক প্রকাশ করে, যা বিশ্বের বিভিন্ন দেশের পাসপোর্ট অনুযায়ী ভিসামুক্ত ভ্রমণের সুযোগের ভিত্তিতে তৈরি করা হয়। বাংলাদেশি পাসপোর্টধারীদের জন্য এ অগ্রগতি আন্তর্জাতিক ভ্রমণে সুযোগ বৃদ্ধির পাশাপাশি রাষ্ট্রীয় কূটনৈতিক সম্পর্কের ইতিবাচক অগ্রগতিকেও নির্দেশ করে।

যেসব দেশে ভিসা ছাড়াই যেতে পারবেন বাংলাদেশিরা

নতুন তথ্য অনুযায়ী, বাংলাদেশিরা বর্তমানে যেসব দেশে আগাম ভিসা ছাড়া ভ্রমণ করতে পারেন, সেগুলোর তালিকায় রয়েছে বিভিন্ন মহাদেশের ৩৯টি দেশ ও অঞ্চল। এর মধ্যে রয়েছে ভিসামুক্ত, অন অ্যারাইভাল এবং কিছু ক্ষেত্রে ই-ভিসার ব্যবস্থা। নিচে অঞ্চলভিত্তিক দেশগুলোর তালিকা দেওয়া হলো:

দক্ষিণ এশিয়া ও আশেপাশের অঞ্চল

ভুটান

নেপাল

শ্রীলঙ্কা (অন অ্যারাইভাল)

মালদ্বীপ

কম্বোডিয়া

পূর্ব তিমুর

আফ্রিকা

কেনিয়া

রুয়ান্ডা

মাদাগাস্কার

মোজাম্বিক

সোমালিয়া

সিয়েরা লিওন

সিচিলিস

গিনি-বিসাউ

গাম্বিয়া

বুরুন্ডি

ডজিবুতি

কেপ ভার্দে

কমোরো দ্বীপপুঞ্জ

ক্যারিবিয়ান ও ল্যাটিন আমেরিকা

বাহামা

বার্বাডোজ

বলিভিয়া

ডমিনিকা

হাইতি

জ্যামাইকা

গ্রানাডা

সেন্ট কিটস অ্যান্ড নেভিস

সেন্ট ভিনসেন্ট অ্যান্ড দ্য গ্রেনাডাইনস

ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো

মন্টসেরাত

ব্রিটিশ ভার্জিন আইল্যান্ড

ওশেনিয়া

ফিজি

সামোয়া

টুভালু

কুক আইল্যান্ড

কিরিবাতি

নুউয়ে

মাইক্রোনেশিয়া

ভানুয়াতু

তালিকায় থাকা এসব দেশের অনেকগুলোর ক্ষেত্রে বিমানবন্দরে পৌঁছে ভিসা নেওয়ার সুযোগ রয়েছে, যাকে ‘অন অ্যারাইভাল’ ভিসা বলা হয়। আবার কিছু দেশের ক্ষেত্রে আগেই অনলাইনে আবেদন করে ‘ই-ভিসা’ সংগ্রহ করতে হয়। তবে প্রক্রিয়াটি সাধারণত সহজ ও জটিলতাবিহীন।

বিশ্বে সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট সিঙ্গাপুরের

হেনলি সূচকের সর্বশেষ তালিকায় সিঙ্গাপুর শীর্ষ অবস্থানে রয়েছে। দেশটির নাগরিকরা বর্তমানে ১৯৩টি দেশে ভিসা ছাড়াই ভ্রমণ করতে পারেন। গত বছর যৌথভাবে শীর্ষে থাকা ছয়টি দেশের মধ্যে এবার এককভাবে শীর্ষে উঠে এসেছে সিঙ্গাপুর।

ভবিষ্যতের দিকে তাকিয়ে বাংলাদেশ

বাংলাদেশি পাসপোর্টের এই উন্নতি রাষ্ট্রীয় কূটনৈতিক অগ্রগতির একটি প্রতিফলন হলেও, এখনো বিশ্বে অনেক দেশের তুলনায় অবস্থান তুলনামূলকভাবে নিচে। তবে ধারাবাহিক উন্নতির এই ধারা অব্যাহত থাকলে আগামীতে আরও অনেক দেশে ভিসামুক্ত প্রবেশাধিকার অর্জন করা সম্ভব হবে বলে আশা করছেন বিশ্লেষকরা।

মো: জাহিদ/

সম্পাদকীয় :

সম্পাদক ও প্রকাশক : তরু শাহারিয়ার সর্গ
নির্বাহী সম্পাদক : চামেলী খাতুন
বার্তা সম্পাদক : মোঃ রবিউল ইসলাম

অফিস :

অফিস : পান্তপথ, ঢাকা, বাংলাদেশ-১২০৫
ইমেইল : jatiyopotrika@gmail.com
মোবাইল : 01786332137