​‘অ্যাভাটার ৩’ ট্রেইলার আগেই ফাঁস, চোখজুড়ানো ভিজ্যুয়াল নিয়ে তোলপাড়

আপলোড সময় : ২৫-০৭-২০২৫ ০৬:৩৮:০৭ অপরাহ্ন , আপডেট সময় : ২৫-০৭-২০২৫ ০৬:৩৮:৩৭ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক: জেমস ক্যামেরনের মহাকাব্যিক সায়েন্স ফিকশন সিরিজ অ্যাভাটার-এর তৃতীয় কিস্তি ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’ নিয়ে উত্তেজনার পারদ চড়ছে বিশ্বজুড়ে। এরই মাঝে সিনেমাটির অফিসিয়াল ট্রেইলার মুক্তির আগেই অনলাইনে ফাঁস হয়ে গেছে, যা নিয়ে রীতিমতো তোলপাড় সৃষ্টি হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

সিনেমা হলে দেখানোর আগেই ট্রেইলার ভাইরাল

মূলত ‘অ্যাভাটার ৩’-এর ট্রেইলারটি ছিল শুধু প্রেক্ষাগৃহে প্রদর্শনের জন্য নির্ধারিত। পরিকল্পনা ছিল, এটি প্রথম দেখানো হবে ‘দ্য ফ্যান্টাস্টিক ফোর: ফার্স্ট স্টেপস’ সিনেমার আগে শুধুমাত্র প্রেক্ষাগৃহে। তবে এর আগেই অজানা সূত্রে অনলাইনে ট্রেইলারটি ছড়িয়ে পড়ে। দ্রুতই এটি সরিয়ে নেওয়া হলেও ওই অল্প সময়েই লক্ষ লক্ষ দর্শক ট্রেইলারটি দেখে ফেলেন।

চোখজুড়ানো ভিজ্যুয়াল, আবেগঘন মুহূর্তে অভিভূত ভক্তরা

ট্রেইলারে দেখা মিলেছে অভাবনীয় CGI ও ভিজ্যুয়াল গ্রাফিক্সের। অনেকেই বলছেন, এটিই হতে যাচ্ছে ক্যামেরনের সবচেয়ে চমকপ্রদ সিনেমা। এক দর্শক মন্তব্য করেছেন, “ট্রেইলার শেষ হওয়ার পরেও আমি নড়তে পারিনি—দৃশ্য, আবহ, আবেগ—সব মিলিয়ে সিনেমার প্রতি আগ্রহ আরও বেড়ে গেছে।”

আরেকজন লিখেছেন, “যখন প্যান্ডোরার নতুন আগুনের গোত্রকে দেখাল, গায়ে কাঁটা দিয়ে উঠলো। স্কেল ও ইমোশন—দুটোই একসঙ্গে।”

নতুন ভিলেন ‘ভারাং’ ও আগুনের গোষ্ঠী

এই কিস্তিতে দর্শক প্রথমবারের মতো পরিচিত হবেন ‘অ্যাশ পিপল’ নামে এক বিদ্রোহী নাভি গোত্রের সঙ্গে, যাদের নেতৃত্ব দিচ্ছেন ‘ভারাং’। এই ভয়ঙ্কর চরিত্রে অভিনয় করছেন ওনার চ্যাপলিন। আগুন ও ছাইয়ের প্রতীক হয়ে উঠা এই গোত্র প্যান্ডোরার ভারসাম্যের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে।

এছাড়াও নতুন দুটি গোত্র ‘উইন্ড ট্রেডার্স’ ও ‘ফায়ার পিপল’-এর আবির্ভাবে প্যান্ডোরার জগৎ হতে যাচ্ছে আরও বিস্তৃত ও জটিল।

আবেগঘন কাহিনি ও পুরনো চরিত্রের ফিরে আসা

আগের কিস্তি ‘দ্য ওয়ে অব ওয়াটার’-এ জ্যাক সুল্লি ও নেইটিরির বড় ছেলে নেতেয়ামের মৃত্যু দর্শকদের মর্মাহত করেছিল। ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’ সিনেমায় সেই ক্ষতির প্রভাব, পরিবারের মানসিক লড়াই এবং নতুন নৈতিক সংকটগুলো উঠে আসবে। সিনেমাটিতে আগের তারকাদের পাশাপাশি গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছেন কেট উইন্সলেট, সিগর্নি উইভার, স্টিফেন ল্যাং ও স্যাম ওয়ার্থিংটন।

মুক্তির তারিখ ও ভাষা

সিনেমাটি মুক্তি পাবে ১৯ ডিসেম্বর ২০২৫, বড়দিনের ছুটির ঠিক আগে। এটি মুক্তি পাবে ইংরেজি ছাড়াও হিন্দি, বাংলা, তামিল, তেলেগু, মালায়ালাম ও কন্নড় ভাষায়, যা ভারতসহ দক্ষিণ এশিয়ার বিশাল দর্শকশ্রেণিকে আকর্ষণ করবে। ছবিটির সময়কাল ধরা হয়েছে প্রায় ৩ ঘণ্টা ১২ মিনিট।

অ্যাভাটার ফ্র্যাঞ্চাইজির ইতিহাস গড়ার পথে

২০০৯ সালে প্রথম অ্যাভাটার এবং ২০২২ সালের ‘দ্য ওয়ে অব ওয়াটার’—এই দুটি সিনেমা মিলে বিশ্বব্যাপী আয় করেছে ৪ বিলিয়নের বেশি। বিশ্লেষকরা বলছেন, ‘অ্যাভাটার ৩’ যদি ২ বিলিয়নের বেশি আয় করতে পারে, তবে এটি হতে পারে বিশ্বের প্রথম ৬ বিলিয়ন ডলার মূল্যের ফ্র্যাঞ্চাইজি।

অফিসিয়াল ট্রেইলার দেখতে হলে যেতে হবে সিনেমা হলে

যদিও ট্রেইলারটি অনলাইন থেকে মুছে ফেলা হয়েছে, তবে অফিসিয়ালভাবে এটি দেখা যাবে শুধু প্রেক্ষাগৃহে ‘দ্য ফ্যান্টাস্টিক ফোর: ফার্স্ট স্টেপস’ ছবির আগে। অনেকেই বলছেন, এভাবে শুধুমাত্র সিনেমা হলে ট্রেইলার দেখানো এক নতুন মার্কেটিং কৌশল যা দর্শকদের আগ্রহ আরও বাড়িয়ে তুলছে।

ট্রেইলার ফাঁস হওয়া যেমন প্রযোজকদের জন্য মাথাব্যথার কারণ, তেমনি তা দর্শকদের মধ্যে উন্মাদনার আগুন আরও বাড়িয়ে দিয়েছে। ভিজ্যুয়াল দিক থেকে অসাধারণ, গল্পে আবেগময়তা, আর নতুন রহস্যে ভরপুর—‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’ নিঃসন্দেহে ২০২৫ সালের অন্যতম বড় সিনেমা হতে যাচ্ছে।

আল-আমিন ইসলাম/

সম্পাদকীয় :

সম্পাদক ও প্রকাশক : তরু শাহারিয়ার সর্গ
নির্বাহী সম্পাদক : চামেলী খাতুন
বার্তা সম্পাদক : মোঃ রবিউল ইসলাম

অফিস :

অফিস : পান্তপথ, ঢাকা, বাংলাদেশ-১২০৫
ইমেইল : jatiyopotrika@gmail.com
মোবাইল : 01786332137