​৩৭ বলে শতক টিম ডেভিডের, টি-টোয়েন্টিতে ৪২৯ রানের থ্রিলার

আপলোড সময় : ২৬-০৭-২০২৫ ০৮:৪৯:৫৭ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৬-০৭-২০২৫ ০৮:৪৯:৫৭ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক: ব্যাসেটারে, ২৫ জুলাই ২০২৫ — টি-টোয়েন্টি ক্রিকেটে প্রায় সাড়ে চারশো রানের রোমাঞ্চকর লড়াইয়ে শেষ হাসি হেসেছে অস্ট্রেলিয়া। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২১৪ রানের বিশাল লক্ষ্য তাড়া করে মাত্র ১৬.১ ওভারে ম্যাচ জিতে নিয়েছে সফরকারীরা, আর সেই জয়ের প্রধান নায়ক ছিলেন টিম ডেভিড। মাত্র ৩৭ বলে শতক হাঁকিয়ে ক্যারিয়ারের অন্যতম সেরা ইনিংস খেলেছেন এই হার্ডহিটার ব্যাটার।

ম্যাচে মোট রান হয়েছে ৪২৯, যা টি-টোয়েন্টির ইতিহাসে অন্যতম সর্বোচ্চ মিলিত স্কোরের ম্যাচগুলোর একটি। দর্শকরা উপভোগ করেছেন এক ব্যাটিং ঝড়, যেখানে ছক্কার পর ছক্কা উড়ে গেছে চারদিক দিয়ে।

হোপের শতকে বড় স্কোর ওয়েস্ট ইন্ডিজের

টস হেরে ব্যাট করতে নেমে ব্যাসেটারের উইকেটে ভয়ংকর সূচনা করেন ওয়েস্ট ইন্ডিজের দুই ওপেনার—ব্রেন্ডন কিং ও শাই হোপ। ১১ ওভারে আসে ১২৫ রানের জুটি। কিং করেন ৩৬ বলে ৬২ রান, অন্যদিকে অধিনায়ক হোপ খেলেন অনবদ্য এক ইনিংস—৫৭ বলে ৮ চার ও ৬ ছক্কায় অপরাজিত ১০২ রান।

তাদের ইনিংসের ওপর ভর করেই নির্ধারিত ২০ ওভারে ওয়েস্ট ইন্ডিজ তোলে ৪ উইকেটে ২১৪ রান। টি-টোয়েন্টিতে এটি যে কোনো দলের বিপক্ষে এক দুর্দান্ত স্কোর।

ব্যাট হাতে ভয়ংকর রূপে টিম ডেভিড

জবাবে নেমে শুরু থেকেই আগ্রাসী ছিল অস্ট্রেলিয়ার ব্যাটিং। তবে শুরুর কয়েকটি উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে দলটি। মাত্র ৮.৫ ওভারে ৪ উইকেট হারিয়ে স্কোর দাঁড়ায় ৮৭ রান। এরপর মাঠে নামেন টিম ডেভিড, আর ব্যাসেটারের আকাশে শুরু হয় ব্যাটিং বিস্ফোরণ।

শুধু ৩৭ বলেই সেঞ্চুরি! ইনিংস শেষে তিনি অপরাজিত থাকেন ১০২ রানে, যেখানে ছিল ৬টি চার ও ১১টি বিশাল ছক্কা। তার সঙ্গে ছিলেন মিচেল ওউন, যিনি ১৬ বলে ৩৬ রানে অপরাজিত থেকে দুর্দান্ত সঙ্গ দেন।

এই জুটি মাত্র ৫০ বলেই গড়েন ১২৮ রানের জুটি এবং ম্যাচ শেষ করে দেন ১৬.১ ওভারে, অস্ট্রেলিয়াকে এনে দেন ৬ উইকেটের এক অবিশ্বাস্য জয়।

ম্যাচের পরিসংখ্যান:

মোট রান: ৪২৯

সর্বোচ্চ রান: টিম ডেভিড – ১০২* (৩৭ বল)

সর্বোচ্চ ছক্কা: টিম ডেভিড – ১১টি

সেঞ্চুরি: ২টি (শাই হোপ ও টিম ডেভিড)

রানরেট (অস্ট্রেলিয়া): ১৩.২৯

সিরিজে এগিয়ে অস্ট্রেলিয়া

এই জয়ের মাধ্যমে পাঁচ ম্যাচের সিরিজে টানা তিনটি ম্যাচ জিতে ৩-০ ব্যবধানে সিরিজ নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া। বাকি দুটি ম্যাচ এখন শুধুই মর্যাদা রক্ষার লড়াই ওয়েস্ট ইন্ডিজের জন্য।

টি-টোয়েন্টি ক্রিকেটে আগ্রাসী ব্যাটিংয়ের নতুন সংজ্ঞা যেন লিখে গেলেন টিম ডেভিড। ৩৭ বলে শতক শুধু তার ক্যারিয়ারের নয়, পুরো ক্রিকেট বিশ্বের কাছেই এক বিস্ময়কর বার্তা—এই ফরম্যাটে ম্যাচ বদলে দিতে সময় লাগে মাত্র কয়েক ওভার। আর যদি হাতে থাকে টিম ডেভিডের মতো কেউ, তাহলে লক্ষ্য যতই বিশাল হোক, জয়ের পথ সবসময় খোলা থাকে।

আল-মামুন/

সম্পাদকীয় :

সম্পাদক ও প্রকাশক : তরু শাহারিয়ার সর্গ
নির্বাহী সম্পাদক : চামেলী খাতুন
বার্তা সম্পাদক : মোঃ রবিউল ইসলাম

অফিস :

অফিস : পান্তপথ, ঢাকা, বাংলাদেশ-১২০৫
ইমেইল : jatiyopotrika@gmail.com
মোবাইল : 01786332137