​নগদ লভ্যাংশ হাতে পেল দুই কোম্পানির বিনিয়োগকারীরা

আপলোড সময় : ২৭-০৭-২০২৫ ০৫:৩১:০৩ অপরাহ্ন , আপডেট সময় : ২৭-০৭-২০২৫ ০৫:৩১:০৩ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত দুটি প্রতিষ্ঠানের ঘোষিত নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের কাছে হস্তান্তর করা হয়েছে। প্রতিষ্ঠান দুটি হলো—মেঘনা ইন্স্যুরেন্স ও বাটা সু কোম্পানি (বাংলাদেশ) লিমিটেড। ২০২৪ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাববছরের জন্য এ লভ্যাংশ প্রদান করা হয়।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, ঘোষিত লভ্যাংশ বাংলাদেশ ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্ক (BEFTN) পদ্ধতির মাধ্যমে সরাসরি বিনিয়োগকারীদের ব্যাংক হিসাবে পাঠানো হয়েছে।

প্রাপ্ত তথ্যানুযায়ী, মেঘনা ইন্স্যুরেন্স ২০২৪ অর্থবছরের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ প্রদান করেছে। অপরদিকে, শক্তিশালী আর্থিক ভিত্তির প্রমাণ রেখে বাটা সু কোম্পানি ঘোষণা করেছে ৪৪৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড, যা চলতি বছরে তালিকাভুক্ত কোম্পানিগুলোর মধ্যে অন্যতম সর্বোচ্চ।

বিশ্লেষকদের মতে, সময়মতো লভ্যাংশ বিতরণ বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধির পাশাপাশি পুঁজিবাজারে কোম্পানিগুলোর ভাবমূর্তি সুদৃঢ় করতে সহায়ক ভূমিকা রাখে। বিশেষ করে, এমন উচ্চ হারে ডিভিডেন্ড প্রদান কোম্পানির আর্থিক স্বাস্থ্যের পরিচায়ক হিসেবেও দেখা হয়।

আল-আমিন বিশ্বাস/

সম্পাদকীয় :

সম্পাদক ও প্রকাশক : তরু শাহারিয়ার সর্গ
নির্বাহী সম্পাদক : চামেলী খাতুন
বার্তা সম্পাদক : মোঃ রবিউল ইসলাম

অফিস :

অফিস : পান্তপথ, ঢাকা, বাংলাদেশ-১২০৫
ইমেইল : jatiyopotrika@gmail.com
মোবাইল : 01786332137