​৭ কোম্পানির বোর্ড সভার ঘোষণা, আসছে দ্বিতীয় প্রান্তিক

আপলোড সময় : ২৮-০৭-২০২৫ ০৪:৫৭:৪৫ অপরাহ্ন , আপডেট সময় : ২৮-০৭-২০২৫ ০৪:৫৭:৪৫ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত সাতটি কোম্পানি তাদের পরিচালনা পর্ষদের বোর্ড সভার সময়সূচি প্রকাশ করেছে। আগামী ৩০ ও ৩১ জুলাই অনুষ্ঠিতব্য এই সভাগুলোতে কোম্পানিগুলোর ২০২৫ সালের ৩০ জুন তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পাশাপাশি প্রকাশ পাবে ইপিএস (শেয়ারপ্রতি আয়)–এর আপডেট তথ্য।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, সংশ্লিষ্ট সাতটি কোম্পানি বিভিন্ন খাতের হলেও তাদের সকলেই চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকের আর্থিক অবস্থান তুলে ধরার লক্ষ্যে নির্ধারিত দিনে বোর্ড সভা ডেকেছে।

যেসব কোম্পানি ঘোষণা দিয়েছে:

গ্লোবাল ইন্স্যুরেন্স লিমিটেড

কোম্পানিটির বোর্ড সভা অনুষ্ঠিত হবে ৩০ জুলাই, ২০২৫ তারিখ বিকেল ৩টায়। এতে দ্বিতীয় প্রান্তিকের আয়-ব্যয় ও মুনাফা বিশ্লেষণ করা হবে।

মার্কেন্টাইল ইসলামী ইন্স্যুরেন্স

এই কোম্পানির বোর্ড সভা নির্ধারিত হয়েছে ৩১ জুলাই দুপুর ২টা ৪৫ মিনিটে। অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি বিনিয়োগকারীদের জন্য ইপিএস প্রকাশের সিদ্ধান্ত নেওয়া হবে।

ফিনিক্স ইন্স্যুরেন্স কোম্পানি

৩১ জুলাই বিকেল ৪টায় অনুষ্ঠিতব্য এই বোর্ড সভায় দ্বিতীয় প্রান্তিকের হিসাব ও আয়-ব্যয়ের বিস্তারিত চিত্র তুলে ধরা হবে।

বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি (বিজিআইসি)

৩০ জুলাই দুপুর ২টা ৩০ মিনিটে বিজিআইসির বোর্ড সভা অনুষ্ঠিত হবে। এ সভায় দ্বিতীয় প্রান্তিকের আর্থিক তথ্য যাচাই-বাছাই করা হবে।

ঢাকা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড

এই কোম্পানির বোর্ড সভা বসবে ৩১ জুলাই, ২০২৫ তারিখ বিকেল ৩টায়। এতে দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও ইপিএস সংক্রান্ত তথ্য পর্যালোচনা করা হবে।

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক

৩০ জুলাই, বিকেল ৩টায় ব্যাংকটির বোর্ড সভা আহ্বান করা হয়েছে। আর্থিক প্রতিবেদন ও ইপিএস প্রকাশের সিদ্ধান্ত নেওয়া হবে সেদিনই।

উল্লেখযোগ্যভাবে, এসব কোম্পানির বোর্ড সভায় গৃহীত সিদ্ধান্তগুলো শেয়ারবাজারে তাৎপর্যপূর্ণ প্রভাব ফেলতে পারে বলে বিশ্লেষকরা মনে করছেন। অনেকে ধারণা করছেন, দ্বিতীয় প্রান্তিকে যেসব কোম্পানি মুনাফা ধরে রাখতে সক্ষম হয়েছে, তাদের শেয়ারে বিনিয়োগকারীদের আগ্রহ বাড়তে পারে।

আল-মামুন/

সম্পাদকীয় :

সম্পাদক ও প্রকাশক : তরু শাহারিয়ার সর্গ
নির্বাহী সম্পাদক : চামেলী খাতুন
বার্তা সম্পাদক : মোঃ রবিউল ইসলাম

অফিস :

অফিস : পান্তপথ, ঢাকা, বাংলাদেশ-১২০৫
ইমেইল : jatiyopotrika@gmail.com
মোবাইল : 01786332137