​৫ আগস্ট সরকারি ছুটি: এক নজরে জানুন কোন কোন প্রতিষ্ঠান থাকবে বন্ধ

আপলোড সময় : ০৩-০৮-২০২৫ ০১:৩২:১৮ অপরাহ্ন , আপডেট সময় : ০৩-০৮-২০২৫ ০১:৩২:১৮ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক: আগামী ৫ আগস্ট (সোমবার) পালিত হবে ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’। এ উপলক্ষে বাংলাদেশ সরকার সরকারি ছুটি ঘোষণা করেছে, যার আওতায় বন্ধ থাকবে দেশের ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, শেয়ারবাজারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তর।

সরকারি ছুটির এ ঘোষণা বাংলাদেশ ব্যাংক, মন্ত্রিপরিষদ বিভাগ ও বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (BSEC) থেকে প্রজ্ঞাপন আকারে দেওয়া হয়েছে।

মন্ত্রিপরিষদের সিদ্ধান্ত
২ জুলাই ২০২৫, মন্ত্রিপরিষদ বিভাগ ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ উপলক্ষে ৫ আগস্টকে জাতীয়ভাবে সরকারি ছুটি ঘোষণা করে একটি প্রজ্ঞাপন জারি করে। পরে একাধিক নিয়ন্ত্রক সংস্থা এই ছুটির আলোকে নিজ নিজ সেক্টরের কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত জানায়।

ব্যাংকিং কার্যক্রম থাকবে বন্ধ
বাংলাদেশ ব্যাংক ১৭ জুলাই একটি সার্কুলারে জানায়, ৫ আগস্ট সব তফসিলি ব্যাংক বন্ধ থাকবে। এতে ওইদিন ব্যাংকে সরাসরি লেনদেন, চেক ক্লিয়ারিং এবং অন্যান্য কার্যক্রম পরিচালিত হবে না।

গ্রাহকদের বিকল্প ব্যাংকিং ব্যবস্থার (অনলাইন ব্যাংকিং, এটিএম ইত্যাদি) ওপর নির্ভর করতে হতে পারে—তবে তা প্রতিষ্ঠানভেদে ভিন্ন হতে পারে।

বন্ধ থাকবে আর্থিক প্রতিষ্ঠান (NBFIs)
২১ জুলাই, বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ জানায়, সব ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান (NBFIs)–ও এই ছুটির আওতায় থাকবে। এর মধ্যে রয়েছে লিজিং কোম্পানি, কনজ্যুমার ফাইন্যান্স, মাইক্রোফাইন্যান্স প্রতিষ্ঠান ইত্যাদি।

বন্ধ থাকবে শেয়ারবাজার
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (BSEC) জানিয়েছে, ঢাকা স্টক এক্সচেঞ্জ (DSE) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (CSE)–এ ৫ আগস্ট কোনো শেয়ার লেনদেন হবে না।

শেয়ার লেনদেন, ট্রেডিং, সেটেলমেন্টসহ সব কার্যক্রম এদিন বন্ধ থাকবে।

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা
বাংলাদেশ ব্যাংক থেকে জানানো হয়েছে, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো যেন ছুটির আগেই:

প্রয়োজনীয় লেনদেন সম্পন্ন করে,

গ্রাহকদের যথাসময়ে ছুটির নোটিশ দেয়,

এবং বিকল্প যোগাযোগব্যবস্থা বা জরুরি সেবার তথ্য জানিয়ে দেয়।

এতে গ্রাহকসেবা ব্যাহত হওয়ার সম্ভাবনা কমবে।

এক নজরে ৫ আগস্ট যেসব প্রতিষ্ঠান বন্ধ থাকবে:

সব তফসিলি ব্যাংক

ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান (NBFIs)

ঢাকা স্টক এক্সচেঞ্জ (DSE)

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (CSE)

সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত অফিস

কিছু বেসরকারি প্রতিষ্ঠান (নিজস্ব নোটিশ অনুযায়ী)

যাদের জরুরি ব্যাংকিং বা শেয়ারবাজার-সম্পর্কিত কাজ রয়েছে, তাদেরকে ৫ আগস্টের আগেই প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করার অনুরোধ করা হয়েছে।

মো: জাহিদ/

সম্পাদকীয় :

সম্পাদক ও প্রকাশক : তরু শাহারিয়ার সর্গ
নির্বাহী সম্পাদক : চামেলী খাতুন
বার্তা সম্পাদক : মোঃ রবিউল ইসলাম

অফিস :

অফিস : পান্তপথ, ঢাকা, বাংলাদেশ-১২০৫
ইমেইল : jatiyopotrika@gmail.com
মোবাইল : 01786332137