​টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের জন্য বাংলাদেশের স্কোয়াড ঘোষণা করলো বিসিবি

আপলোড সময় : ০৪-০৮-২০২৫ ০৭:০০:১৭ অপরাহ্ন , আপডেট সময় : ০৪-০৮-২০২৫ ০৭:০০:১৭ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক: অস্ট্রেলিয়ার ডারউইনে অনুষ্ঠিত হতে যাওয়া টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজে অংশ নেওয়ার জন্য বাংলাদেশের ‘এ’ দলের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলটির অধিনায়কত্ব করবেন কাজী নুরুল হাসান সোহান।

গত বছর প্রথমবার এই টুর্নামেন্টে অংশ নেয় বাংলাদেশ ‘এ’ দল। সেবার ফাইনালে অ্যাডিলেড স্ট্রাইকার্স অ্যাকাডেমির কাছে হেরে যায় তারা। এবার দ্বিতীয়বারের মতো শক্তিশালী স্কোয়াড নিয়ে মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ ‘এ’ দল।

চট্টগ্রামে নিজেদের মধ্যে গা গরম ম্যাচে সেরা পারফর্মারদের উপর ভিত্তি করে গঠন করা হয়েছে এবারের দলটি। ৭ আগস্ট সন্ধ্যায় ঢাকা থেকে অস্ট্রেলিয়ার উদ্দেশে রওনা দেবে দলটি।

সিরিজে বাংলাদেশের প্রধান প্রতিপক্ষ পাকিস্তানের ‘এ’ দল বা পাকিস্তান শাহীন্স, যারা টানা তৃতীয়বার এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে।

টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচটি অনুষ্ঠিত হবে ১৪ আগস্ট সন্ধ্যা ৭টায় ডারউইনের টিআইও স্টেডিয়ামে, যেখানে মুখোমুখি হবে বাংলাদেশ ‘এ’ এবং পাকিস্তান শাহীন্স।

বাংলাদেশ ‘এ’ দলের স্কোয়াড:

নুরুল হাসান সোহান (অধিনায়ক), সাইফ হাসান, নাইম শেখ, জিশান আলম, মাহিদুল ইসলাম অঙ্কন, ইয়াসির আলী চৌধুরী, আফিফ হোসেন ধ্রুব, তোফায়েল আহমেদ, মৃত্যুঞ্জয় চৌধুরী, রাকিবুল হাসান, মাহফুজুর রহমান রাব্বি, নাঈম হাসান, মুশফিক হাসান, রিপন মন্ডল ও হাসান মাহমুদ।

বাংলাদেশ ‘এ’ দলের খেলোয়াড়রা এই সিরিজে ভালো খেলার মাধ্যমে আন্তর্জাতিক ক্রিকেটে নিজেদের প্রতিভা প্রদর্শনের সুযোগ পাবে বলে আশা করা হচ্ছে।

মো: জাহিদ/

সম্পাদকীয় :

সম্পাদক ও প্রকাশক : তরু শাহারিয়ার সর্গ
নির্বাহী সম্পাদক : চামেলী খাতুন
বার্তা সম্পাদক : মোঃ রবিউল ইসলাম

অফিস :

অফিস : পান্তপথ, ঢাকা, বাংলাদেশ-১২০৫
ইমেইল : jatiyopotrika@gmail.com
মোবাইল : 01786332137