ছয় ব্যাংকের মুনাফা, পাঁচ ব্যাংকের লোকসান

আপলোড সময় : ১২-০৮-২০২৫ ১১:২৫:৩৯ পূর্বাহ্ন , আপডেট সময় : ১২-০৮-২০২৫ ১১:২৫:৩৯ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত সময়ে বাংলাদেশের ব্যাংকিং খাত দুই অংশে ভাগ হয়ে দেখা দিয়েছে। ছয়টি ব্যাংক উল্লেখযোগ্য মুনাফা অর্জন করলেও, পাঁচটি ব্যাংক বড় পরিমাণে লোকসানের সম্মুখীন হয়েছে। এ দুইটি পক্ষের পার্থক্যের পেছনে মূল কারণ হিসেবে বিশ্লেষকরা খেলাপি ঋণকে চিহ্নিত করেছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং ও ইন্স্যুরেন্স বিভাগের অধ্যাপক ড. মো. মঈন উদ্দিনের মতে, খেলাপি ঋণ কম থাকা ব্যাংকগুলো ঋণের সুদ থেকে প্রাপ্ত আয়ের পাশাপাশি ঝুঁকিমুক্ত সরকারি ট্রেজারি বন্ডে বিনিয়োগ করে অতিরিক্ত লাভ অর্জন করেছে। এ বিনিয়োগের জন্য কোনো প্রভিশন রাখার প্রয়োজন হয়নি, যা সরাসরি তাদের মুনাফার ওপর ইতিবাচক প্রভাব ফেলেছে।

মুনাফা অর্জনকারী ব্যাংকসমূহ

ব্র্যাক ব্যাংক ৭০৮ কোটি টাকা, পূবালী ব্যাংক ৫৭৮ কোটি টাকা, প্রাইম ব্যাংক ৪১৫ কোটি টাকা, ইস্টার্ন ব্যাংক ও যমুনা ব্যাংক উভয়ই ৩০০ কোটি টাকার বেশি এবং ব্যাংক এশিয়া উল্লেখযোগ্য মুনাফা অর্জন করেছে। এই ব্যাংকগুলোর সম্মিলিত মুনাফা গত বছরের প্রথমার্ধের তুলনায় প্রায় ৮০ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

লোকসানে থাকা ব্যাংকসমূহ

অন্যদিকে, এবি ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, আইএফআইসি ব্যাংক, ন্যাশনাল ব্যাংক এবং সোশ্যাল ইসলামী ব্যাংক সম্মিলিতভাবে প্রায় ৬ হাজার কোটি টাকা লোকসান করেছে। ২০২৪ সালের রাজনৈতিক পরিবর্তনের পর তাদের গোপন খেলাপি ঋণসমূহ প্রকাশ পাওয়ায় বড় অঙ্কের প্রভিশন রাখতে হয়েছে।

এবি ব্যাংকের লোকসান ১৭৫৮ কোটি টাকা

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক ১৬৯১ কোটি টাকা

আইএফআইসি ব্যাংক ১১২৮ কোটি টাকা

ন্যাশনাল ব্যাংক ৯৮৫ কোটি টাকা।

এবি ব্যাংকের প্রতিবেদনে উল্লেখ রয়েছে, নিট সুদের আয়ের ১৪৭৩ কোটি টাকা হ্রাস এবং খেলাপি ঋণের বৃদ্ধি ও উচ্চ সুদের হার স্প্রেড হ্রাসের কারণে লোকসান হয়েছে। ন্যাশনাল ব্যাংক জানায়, খেলাপি ঋণ আদায়ে ব্যর্থতা এবং আমানতের ওপর উচ্চ সুদের খরচ তাদের লোকসানের প্রধান কারণ।

বাজার পরিস্থিতি ও প্রত্যাশা

ব্যাংক খাতের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, বর্তমানে আমানতকারীরা তুলনামূলক কম সুদ সত্ত্বেও সুনিয়ন্ত্রিত ও সুশাসন সম্পন্ন ব্যাংকগুলোতে আমানত রাখার প্রবণতা বাড়ছে। এর ফলে শক্তিশালী ব্যাংকগুলোতে আমানত বৃদ্ধির পাশাপাশি দুর্বল ব্যাংকগুলো আমানত সংগ্রহে চ্যালেঞ্জের মুখে পড়ছে। এই প্রবণতা আগামীতে অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে।

মো: জাহিদ/

সম্পাদকীয় :

সম্পাদক ও প্রকাশক : তরু শাহারিয়ার সর্গ
নির্বাহী সম্পাদক : চামেলী খাতুন
বার্তা সম্পাদক : মোঃ রবিউল ইসলাম

অফিস :

অফিস : পান্তপথ, ঢাকা, বাংলাদেশ-১২০৫
ইমেইল : jatiyopotrika@gmail.com
মোবাইল : 01786332137