
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের দুই বিশ্বমানের ক্রিকেটার এবার মরুর মাটিতে একসাথে নামছেন নতুন চ্যালেঞ্জে। সংযুক্ত আরব আমিরাতের জনপ্রিয় ইন্টারন্যাশনাল লিগ টি-২০ (আইএল টি-২০)-এর তৃতীয় আসরে দুবাই ক্যাপিটালস দলে জায়গা পেয়েছেন বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান। আগামী ২ ডিসেম্বর শুরু হতে যাওয়া এই আসরে ইংলিশ পেসার লুক উড-এর পরিবর্তে ড্রাফট থেকে মুস্তাফিজকে দলে ভিড়িয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।
মুস্তাফিজের সঙ্গে একই দলে থাকছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। গত আসরে দুবাই ক্যাপিটালসের হয়ে খেলা সাকিবকে এবারও ধরে রেখেছে দলটি। অর্থাৎ, জাতীয় দলে যাদের জুটি দেখেছেন সমর্থকরা, এবার সেই জুটিকে দেখা যাবে মরুর মাঠে প্রতিপক্ষ দমনে একসঙ্গে লড়তে।
দলের পেস আক্রমণকে আরও শক্তিশালী করতে দুবাই ক্যাপিটালস ড্রাফট থেকে নিয়েছে শ্রীলঙ্কার স্পিডস্টার দুশমন্ত চামিরা ও আফগান অলরাউন্ডার গুলবাদিন নাঈবকে। বিশ্ব ক্রিকেটের তারকা সমৃদ্ধ এই স্কোয়াডে সাকিব-মুস্তাফিজের উপস্থিতি নিঃসন্দেহে বাড়তি মাত্রা যোগ করবে।
আইএল টি-২০’র এবারের আসর জমজমাট হওয়ার আভাস দিচ্ছে। আর দুবাইয়ের হয়ে ‘বাংলাদেশি জুটি’র হুংকার শোনার অপেক্ষায় এখন দেশের ক্রিকেটভক্তরা।
মো: জাহিদ/
মুস্তাফিজের সঙ্গে একই দলে থাকছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। গত আসরে দুবাই ক্যাপিটালসের হয়ে খেলা সাকিবকে এবারও ধরে রেখেছে দলটি। অর্থাৎ, জাতীয় দলে যাদের জুটি দেখেছেন সমর্থকরা, এবার সেই জুটিকে দেখা যাবে মরুর মাঠে প্রতিপক্ষ দমনে একসঙ্গে লড়তে।
দলের পেস আক্রমণকে আরও শক্তিশালী করতে দুবাই ক্যাপিটালস ড্রাফট থেকে নিয়েছে শ্রীলঙ্কার স্পিডস্টার দুশমন্ত চামিরা ও আফগান অলরাউন্ডার গুলবাদিন নাঈবকে। বিশ্ব ক্রিকেটের তারকা সমৃদ্ধ এই স্কোয়াডে সাকিব-মুস্তাফিজের উপস্থিতি নিঃসন্দেহে বাড়তি মাত্রা যোগ করবে।
আইএল টি-২০’র এবারের আসর জমজমাট হওয়ার আভাস দিচ্ছে। আর দুবাইয়ের হয়ে ‘বাংলাদেশি জুটি’র হুংকার শোনার অপেক্ষায় এখন দেশের ক্রিকেটভক্তরা।
মো: জাহিদ/